শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
কুষ্টিয়ায় করোনাভাইরাস সর্ম্পকে সচেতন করতে সাফ‘র লিফলেট ক্যাম্পেইন

কুষ্টিয়ায় করোনাভাইরাস সর্ম্পকে সচেতন করতে সাফ‘র লিফলেট ক্যাম্পেইন

মতিহার বার্তা ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বাংলাদেশও এর বাইরে নয়। এই বিশেষ ধরণের ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ বাড়ছে। করোনাভাইরাসে সংক্রমণে হওয়া কোভিড-১৯ রোগকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভালো এই শ্লোগানকে সামনে রেখে মানুষকে আতংকিত না হয়ে সচেতন করতে গতকাল সকালে কুষ্টিয়ায় সাফ‘র আয়োজনে লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে লিফলেট ক্যাম্পেইন উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান ও জুনিয়ার মো: শাসছুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সিভিল সার্জন বলেন, করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস। ভাইরাসটি পশু/পাখি হতে সংক্রমিত হয়ে থাকে। চীনসহ পৃথিবীর অনেক দেশে বর্তমানে ২০১৯-ঘ ঈড়ঠ (মার্স ও সার্স সমগোত্রীয় করোনা ভাইরাস) এর সংক্রমণ দেখা যাচ্ছে। আপনি যদি করোনা ভাইরাস আক্রান্ত দেশ ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার ১৪ দিনের মধ্যে জ্বর (১০০ ডিগ্রি ফারেনহাইট/৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশী) গলাব্যাথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে আপনার দেহে ২০১৯-ঘ ঈড়ঠ ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি অতিসত্ত্বর সরকারী স্বাস্থ্য কেন্ত্রে যোগাযোগ করুন। প্রয়োজনে আইইডিসিআর-এর নিম্মোক্ত হটলাইন নম্বরে যোগাযোগ করুন ঃ ০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪, ০১৯২৭-৭১১৭৮৫। প্রয়োজনে কুষ্টিয়ায় হটলাইন নম্বরে যোগাযোগ করুন ঃ ০১৩১৯-৭৯৭২৩১। কিভাবে ছড়ায়-আক্রান্ত ব্যক্তির হাঁচি কাঁশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তিকে র্স্পশ করলে, পশু/পাখির মাধ্যমে। কখন সন্দেহ করবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন? আপনি যদি গত ১৪ দিনের মধ্যে চীন বা অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করে থাকেন,অথবা কোভিড-১৯ আক্রান্ত কোন ব্যক্তির সংর্স্পশে এসে থাকেন এবং আপনার যদি জ্বর (১০০ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি) কাঁশি, গলাব্যথা, শ্বাসকস্ট ইত্যাদি উপসর্গ দেখা দেয়। অসুস্থ হয়ে পড়লে করণীয়- পরিবারের সদস্যদের নিরাপদ রাখার স্বার্থে একা একটি আলাদা কক্ষে থাকুন ও সর্বাবস্থায় মাস্ক ব্যবহার করুন। একান্ত প্রয়োজন না হলে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। সুস্থব্যক্তিদের থেকে কমপক্ষে ১ মিটার (৩ ফিট)দূরত্ব বজায় রাখুন। দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতালে যাবেন। প্রতিরোধের উপায়- সাবান পানি দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক র্স্পশ না করা, হাঁচি কাঁশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ্য পশু/পাখির সংর্স্পশে না আসা, মাছ, মাংস ভালভাবে রান্না করে খাওয়া। জরুরী প্রয়োজন ব্যতীত চীনসহ আক্রান্তসমূহ ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে চীনসহ আক্রান্ত দেশসমূহ থেকে বাংলাদেশে ভ্রমণে নিরুৎসাহিত করুন। অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন। আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা অনুশীলনের মাধ্যমে নিজেকে, পরিবারকে এবং সমাজকে সুরক্ষিত রাখুন।

মতিহার বার্তা ডট কম –১৮ মার্চ, ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply