শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
ব্যবসায়ীকে নারী দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক সুজন আটক

ব্যবসায়ীকে নারী দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক সুজন আটক

ব্যবসায়ীকে নারী দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক সুজন আটক
ব্যবসায়ীকে নারী দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক সুজন আটক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নারী দিয়ে ব্যবসায়ীর সাথে ছবি ও ভিডিও ধারন করে ফাঁসানোর ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি ও নগদ এগারো হাজার টাকা চাঁদা নেওয়ার মামলায় মোঃ আব্দুর রাজ্জাক সুজন (৩০) নামে এক কথিত সাংবাদিকে আটক করেছে পুলিশ। গত (২৫ মার্চ) বুধবার রাতে তাকে আটক করে বোয়ালিয়া থানার এসআই মোঃ মোস্তফা ও সঙ্গীয় ফোর্স।

ব্যবসায়ীকে নারী দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক সুজন আটক

কথিত সাংবাদিক সুজন আটক

আটককৃত মোঃ আব্দুর রাজ্জাক ওরফে সুজন বোয়ালিয়া থানাধীন সপুরা মিয়াপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

মামলার বরাত দিয়ে এসআই মোঃ মোস্তফা জানান , গত (১৯ মার্চ) বিকাল ৩ টার দিকে উপশহর এলাকার মৃত গজনফর আলীর ছেলে মোঃ মোকাদ্দাস আলী পলাশ নামের এক ব্যবসায়ী সপুরা মিয়াপাড়া এলাকার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

ওই সময় অজ্ঞাত এক যুবক তার ভাই বাসায় অসুস্থ হয়ে পড়ে আছে বলে ব্যবসায়ী মোকাদ্দাস আলীর কাছে সহযোগীতা চায়।

সরল ব্যবসায়ী মোকাদ্দাস আলী সহযোগীতার জন্য সপুরা মিয়াপাড়া হোল্ডিং নং- ৭৬ বাড়ীতে প্রবেশ করলে ৬ জন যুবক ঘরের দরজা বন্ধ করে তার পাশে অপরিচিত একজন মেয়েকে দাঁড় করিয়ে ছবি তোলে এবং ভিডিও করে। ওই সময় তারা ওই ব্যবসায়ীকে লাঠি দিয়ে পেটায় এবং বলে ৫০ হাজার টাকা চাঁদা না দিলে ভিডিও ও ছবি ইন্টারনেটে ভাইরাল করে দিব।

জীবন ও মান সম্মান রক্ষার্থে ব্যবসায়ী তার পকেটে থাকা নগদ ১১ হাজার টাকা দিয়ে কৌশলে সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই দিন রাত সোয়া ১১ টার দিকে বোয়ালিয়া থানায় ৬ জনকে আসামী করে ব্ল্যাকমেল ও চাঁদাবাজি মামলা দায়ের করেন তিনি। মামলা নং- ৭০।

আসামীরা হলো: চন্দ্রিমা থানাধীন বড়বন গ্রাম এলাকার মৃত নবাব আলীর ছেলে আসিফ আহম্মেদ জেমস (৩৩), বোয়ালিয়া থানাধীন সপুরা মিয়াপাড়া এলাকার আব্দুর রউফ-এর মেয়ে রুমি বেগম (৩২), শামসুল হকের মেয়ে নাসরিন জাহান সানজিদা (২০), সপুরা সুকানদিঘী এলাকার দুলাল (৩৭), মিতু (২০) এবং ছবি ও ভিডিও ধারনকারী কথিত সাংবাদিক সপুর মিয়াপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাক সুজন।
এ ঘটনায় ১৯ মার্চ রাতেই সপুরা এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনকে আটক করেন এসআই করিম ও সঙ্গীয় ফোর্স।

গতকাল বুধবার ওই মামলার এজারভূক্ত পলাতক আসামী কথিত সাংবাদিক সুজনকে আটক করা হয়। তবে দুইজন আসামী পলাতক রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা।

রাজশাহীর সময় ডট কম – ২৬ মার্চ , ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply