বাঁধ রক্ষার্থে রাজশাহীর পদ্মায় পড়ছে বালুর বস্তা

বাঁধ রক্ষার্থে রাজশাহীর পদ্মায় পড়ছে বালুর বস্তা

বাঁধ রক্ষার্থে রাজশাহীর পদ্মায় পড়ছে বালুর বস্তা

এসএম বিশাল: রাজশাহী শহর রক্ষা বাঁধ রক্ষার্থে নগরীর শ্রীরামপুরে পুলিশ লাইনের সামনে পদ্মা নদীতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ। নগরীর শ্রীরামপুর পুলিশ লাইনের সামনের শহর রক্ষা বাঁধে গিয়ে দেখা যায়, নৌকা ভর্তি করে শ্রমিকরা বালুভর্তি জিও ব্যাগ পদ্মা নদীতে ফেলছেন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, পুলিশ লাইনের সামনের শহর রক্ষা বাঁধের নিচ থেকে ব্লক সরে গেছে। ব্লক সরে যাওয়ার ফলে বাঁধের কিছুটা অংশ দেবে গেছে। এইজন্য জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দুইটি প্যাকেজের আওতায় জরুরিভিত্তিতে ৪ হাজার ২০৬ টি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত রোববার থেকে শুরু হয়েছে এই জিও ব্যাগ ফেলা।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আসিফ আহমেদ জানান, এই মুহুর্তে বাঁধ নিয়ে ঝুঁকির কিছু নেই। তবে, বাঁধের পাশের মাটির সাইডস্ট্যান্ডগুলো না থাকার কারণেই মুলত ব্যাগগুলো ফেলা হচ্ছে। মুলত যাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোন পরিস্থিতি তৈরী না হয় সেজন্যই এটা করা হচ্ছে।

মতিহার বার্তা ডট কম – ১১ আগষ্ট ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply