শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
বাদিকে চাঁদার টাকা ফেরত দিয়েও রক্ষা পেলনা তথাকথিত তিন সাংবাদিক

বাদিকে চাঁদার টাকা ফেরত দিয়েও রক্ষা পেলনা তথাকথিত তিন সাংবাদিক

বাদিকে চাঁদার টাকা ফেরত দিয়েও রক্ষা পেলনা তথাকথিত তিন সাংবাদিক

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বাল্য বিয়ের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজি মামলায় আটক হয়েছে রবিউল ইসলাম, হাবিল উদ্দিন ও হাসমত আলী নামে তথাকথিত তিন সাংবাদিক।

সোমবার (৩১ আগস্ট) বিজ্ঞ আদালতে আত্নসমার্পন করলে আদালতের ম্যাজিস্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক রফিক উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার বলরামপুর গ্রামের ভ্যান চালক সাইফুল ইসলাম তার নবম শ্রেনী পড়ুয়া মেয়েকে বিয়ে দিচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই বাড়িতে উপস্থিত হন তথাকথিত তিন সাংবাদিক।
তথাকথিত তিন সাংবাদিক হলো: উপজেলার তেথুলিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে-রবিউল ইসলাম, পাকুড়িয়া এলাকার আলী হোসেনের ছেলে হাবিল উদ্দিন ও পানিকমড়া গ্রামের সুলতান আলীর ছেলে-হাসমত আলী ওরুপে হাশেম।

তারা সেখানে গিয়ে সাইফুল ইসলামের নিকট ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় সাইফুল ইসলাম তাদের ২ হাজার টাকা দিলে সেই টাকা তারা ছুড়ে ফেলে। নিরুপায় হয়ে সাইফুল ইসলাম প্রতিবেশী আজাদ আলীর নিকট থেকে ধারে ৩ হাজার টাকা এনে তাদের দাবি পুরন করেন।

এদিকে এই ঘটনার কিছুক্ষন পর জাতীয় জরুরী সেবার ফোন পেয়ে সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হন বাঘা থানা উপ পরিদর্শক (এস.আই) নাজমুল হক। ফলে বিয়ে বন্ধ হয়ে যাই। তখন মেয়ের বাবা সাইফুল ইসলাম পুলিশকে জানায়, বিয়ে দেয়ার শর্তে তিন সাংবাদিক তার নিকট হতে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে গেছে।
এর পরদিন সাইফুল ইসলাম ওই তিন কথিত সাংবাদিকের নামে বাঘা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় বেশ কিছুদিন আত্নগোপনে থাকার পর বাদীকে তারা টাকা ফেরত দেয় এবং কোন ঘটনায় ঘটেনি বলে লিখিত নেয়।

এই লেখা হাতে করে সোমবার তারা আদালতে জামিন নিতে যায়। কিন্তু বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান,এ সংক্রান্তে একটি মামলা হয়েছিল। এ মামলায় তারা জামিন নিতে গিয়ে আটক হয়েছে এমনটি শুনেছি।

মতিহার বার্তা ডট কম – ৩১ আগষ্ট ২০২০ 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply