শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
নারায়ণগঞ্জে তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে এবং জুতার মালা পরিয়ে নির্যাতন

নারায়ণগঞ্জে তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে এবং জুতার মালা পরিয়ে নির্যাতন

মতিহার বার্তা ডেস্ক : যৌনকর্মী আখ্যা দিয়ে বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের একদিন পর রোববার নারায়ণগঞ্জে তিন নারীকে গাছে বেঁধে, চুল কেটে এবং জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতিতা তিন নারী হলেন— মফিজ উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম ওরফে ফতেহ (৫০), বন্দর শাহী মসজিদ এলাকার বাছেদ আলীর মেয়ে আসমা বেগম (৩৫) ও বুরুন্দি এলাকার বকুল মিয়ার স্ত্রী বানু বেগম (৩০)।

এর আগে শনিবার প্রভাবশালী তিন ব্যক্তির নেতৃত্বে এদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্যাতিতা নারীরা যৌনকর্মী যদি হয়েও থাকে তাহলে তাদেরকে ওই ভাবে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অধিকার কারোর নেই। প্রভাবশালী মহল পরিকল্পিত ভাবে এঘটনা ঘটিয়ে ওই নারীদের বাড়িঘর লুটপাটও করেছে। কিন্তু পুলিশ এখনও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি।

অবশ্য পুলিশের ভাষ্য, যারা এ ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে কলাবাগ খালপাড়ে নির্যাতনের শিকার ফাতেমা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাড়ি ঘর এবং ঘরের প্রতিটি আসবাবপত্র ভাংচুর করা হয়েছে।

সোহাগ বলেন, যে ঘটনাটি ঘটেছে তা পূর্ব পরিকল্পিত। আমাদের ঘরে থাকা সাড়ে ৬ লাখ টাকা ও সকল জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। আমার বাড়ি তছনছ করে ফেলেছে।

সোহাগ জানান, যদি তার মা কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকতেন তাহলে তাকে শাস্তি দেয়ার জন্য আইন। কিন্তু তারা শনিবার যা করেছে তা অত্যন্ত অন্যায়।

এ বিষয়ে বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পতিতাবৃত্তির মতো কোন বিষয় থাকলে থানায় অবহিত করলে আমরা আইনগত ব্যবস্থা নিতাম। এভাবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। এর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে।

তিনি বলেন, ওই ঘটনায় আহতের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতিহার বার্তা ডট কম – ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply