শিরোনাম :
ফ্রিজ়ে রাখা দুধ গরম করলেই ছানা হয়ে যায়! ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নতুন ৫ খাবার গোপন করেছিলেন বিয়ে, প্রেমে পড়েছিলেন সহ-অভিনেত্রীর, বহুকামিতা নিয়ে প্রচারে থাকেন বলি নায়িকা ‘আল্লার কাছে পাঠিয়ে দেব’, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোগানের বার্তা রাশিয়ার পরে এ বার আইএসের হানা গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ায়, বিস্ফোরণ, গুলিতে নিহত অন্তত ১১ রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্টারের বিরুদ্ধে মামলা করলো দুদক পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬ বিশ্বসুন্দরীমঞ্চে এই প্রথম মুসলিমবিশ্বের প্রতিনিধি… দেখে নিন আপনি বুদ্ধিমান কী না! দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজশাহী নগরীতে প্রতিপক্ষের হাসুয়ার কোপে গৃহবধু আহত, রামেকে ভর্তি

রাজশাহী নগরীতে প্রতিপক্ষের হাসুয়ার কোপে গৃহবধু আহত, রামেকে ভর্তি

আহত গৃহবধূ মেরিনা আক্তার, ছবি ফয়সাল

এসএম বিশাল: রাজশাহী নগরীতে প্রতিপক্ষের হাসুয়ার কোপে মেরিনা আক্তার (১৮) নামের এক গৃহবধু গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর হাদির মোড় মাজার সংলগ্ন নদীর ধার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত গৃহবধূ ওই এলাকার পলাশের স্ত্রী। গৃহবধূর স্বামী পলাশ জানায়, পাশ্ববর্তি বাড়ির শরিফা নামের এক গৃহবধূ আমাদের বাড়ি সংলগ্ন রাস্তার উপরে প্রায় প্রতিদিন ডেকোরেটরের হাড়ি-পাতিল ধোয়া মাজার কাজ করে। এতে হাড়ির কালি ও পানি পড়ে প্রতিবেশীদের রাস্তায় চলাচলে সমস্যার সৃষ্টি হয়। এছাড়া হাড়িতে থাকা পচা-বাসি খাবার ফেলে রাখায় র্দূগন্ধে এলাকার পরিবেশ দুষিত হয়।

তিনি আরও বলেন, গতকাল সকালে একই কাজ করছিলো শরিফা। ওই সময় আমার স্ত্রী বাধাঁ নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে শরিফা তার পরিবারের লোকজন নিয়ে ঝগড়া সৃষ্টি করে। এরই জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে শরিফা ও তার স্বামী মিল্লাত আমার স্ত্রীর উপর হামলা চালায়। এ সময় মিল্লাত ধারালো হাসুয়া দ্বারা আমার স্ত্রী কপালে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে ও শরিফা লাঠি দ্বারা পুরো শরিরে পিটিয়ে ছিলা ফুলা জখম করে।

পরে স্থানীয়দের সহযোগীতায় আমি তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে থাকা কর্তব্যরত চিকিতসক তার কপালে ১৪টি সেলাই দেন।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা দায়ের করবেন বলেও জানান পলাশ।

মতিহার বার্তা ডট কম – ০২ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply