শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়
রাজশাহীর মতিহারে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক, মামলা ২০০ গ্রামের!

রাজশাহীর মতিহারে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক, মামলা ২০০ গ্রামের!

রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী, বিনিময়ে ২০০ গ্রামের মামলা !

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোয়াজ্জেম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর মতিহার থানাধিন খোজাপুর জাহাজঘাট নদীর ধার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 এ সময় তার বসত বাড়ি থেকে ৫০০ গ্রাম (হাফ কেজি) গাঁজা উদ্ধার করে (মহানগর গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের এসআই মিজান ও সঙ্গীয় ফোর্স। আটককৃত মোয়াজ্জেম ওই এলাকার মৃত হারা মিয়া‘র ছেলে।

পরে তাকে সাথে নিয়ে জাহাজঘাট এলাকায় ব্যপক অভিযান চালায় ডিবি পুলিশের অভিযানিক দলটি। এতে স্বস্তি ফিরে আসে স্থানীয়দের মাঝে। মাদক নিমূলে তারা এমন অভিযান চান প্রতিনিয়তই।

কিন্ত ৫০০ গ্রাম গাঁজা যখন ৪০হাজার টাকার বিনিময়ে ২০০ গ্রাম হয়ে যায়। তখনই হতাশার ছায়া নেমে আসে স্থানীয়দের মাঝে।
ঘটেছেও তাই ৪০ হাজার টাকার বিনিময়ে ২০০ গ্রাম গাঁজার মামলা দেওয়া হয়েছে মোয়াজ্জেমের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক মোয়াজ্জেমের এক ভাতিজা মুঠো ফোনে জানান, ৫০০ গ্রামের উপরে গাঁজাসহ আটক করা হয় আমার চাচাকে। যেটা ডিবি এসআই মিজান বলেছে। কিন্তু গাঁজার মূল মালিক চাচার ছেলে সজিব। অনেক দেনদরবার শেষে ৪০হাজার টাকার বিনিময়ে চাচাকে ২০০গ্রাম গাঁজার মামলা দিয়েছেন এসআই মিজান।

তিনি আরো বলেন ৫০০ গ্রাম গাঁজার মামলা দিলে জামিন পেতে অনেক দিন লাগতো। তবে ২০০ গ্রামের মামলা দেয়ায় ১৫দিনের মধ্যেই জামিনে মুক্তি পাবে আমার চাচা বলেও জানান মোয়াজ্জেমের ভাতিজা।

এ ঘটনায় অভিযোগ অস্বিকার করে এসআই মিজান বলেন, যতটুকু গাঁজা পেয়েছি। ততটুকু দিয়েই মামলা দিয়েছি। টাকার বিষয়টি সত্য নয় বলেও জানান তিনি।

মতিহার বার্তা ডট কম: ০১ অক্টবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply