শিরোনাম :
ফ্রিজ়ে রাখা দুধ গরম করলেই ছানা হয়ে যায়! ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নতুন ৫ খাবার গোপন করেছিলেন বিয়ে, প্রেমে পড়েছিলেন সহ-অভিনেত্রীর, বহুকামিতা নিয়ে প্রচারে থাকেন বলি নায়িকা ‘আল্লার কাছে পাঠিয়ে দেব’, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোগানের বার্তা রাশিয়ার পরে এ বার আইএসের হানা গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ায়, বিস্ফোরণ, গুলিতে নিহত অন্তত ১১ রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্টারের বিরুদ্ধে মামলা করলো দুদক পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬ বিশ্বসুন্দরীমঞ্চে এই প্রথম মুসলিমবিশ্বের প্রতিনিধি… দেখে নিন আপনি বুদ্ধিমান কী না! দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
হায়দরাবাদকে ২০৯ রানের টার্গেট দিল মুম্বই

হায়দরাবাদকে ২০৯ রানের টার্গেট দিল মুম্বই

হায়দরাবাদকে ২০৯ রানের টার্গেট দিল মুম্বই

ক্রীড়া ডেস্ক: হিটম্যান’-এর বল্লা না-চললেও শারজায় বড় রান তুলতে অসুবিধা হল না মুম্বই ইন্ডিয়ান্সের৷ আগের ম্যাচ গুলির মতো রবিবাসরীয় দুপুরে দর্শকশূন্য শারজা ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থাকল বড় স্কোরের৷ প্রথম ব্যাটি করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২০৯ রানের টার্গেট রাখল মুম্বই ইন্ডিয়ান্স৷

ক্যাপ্টেন রোহিত ব্যর্থ হয়েও কুইন্টন ডি’ককের হাফ-সেঞ্চুরি এবং কাইরন পোলার্ড ও ক্রুনাল পান্ডিয়ার ঝোড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৮ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স৷ শেষ ওভারে ক্রুনাল পান্ডিয়ার ৪ বলে ২০ রানের ইনিংসকে মুম্বইকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে৷ শেষ পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে৷

তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের৷ম্যাচের প্রথম ওভারেই রোহিতকে ডাগ-আউটে ফেরত পাঠান সন্দীপ শর্মা৷ ব্যক্তিগত ৬ রানে আউট হন মুম্বই অধিনায়ক৷ রোহিত অল্প রানে আউট হলেও প্রথম তিন ম্যাচে রান না-পাওয়া মুম্বই ইন্ডিয়ান্সের অন্য ওপেনার ডি’কক দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেন৷ ৩৯ বলে চারটি ওভার বাউন্ডারি ও ও চারটি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি৷

ডি’ককের পাশাপাশি ফর্মে থাকা সূর্যকুমার যাদব এবং ইশান কিষান দ্রুত রান তুলে দলকে বড় রানের রাস্তা করে দেন৷ সূর্যকুমার ১৮ বলে হাফ-ডজন বাউন্ডারির সাহয্যে ২৭ রান করেন৷আর আগের ম্যাচে ৯৯ রান করা ইশান এদিন ২৩ বলে ৩১ রান করেন৷

তারপর হার্দিক পান্ডিয়ার ১৯ বলে ২৮ এবং কাইরন পোলার্ডের ১৩ বলে ২৫ রান মুম্বই ইন্ডিয়ান্সকে দু’শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন৷ কিন্তু শেষ ওভারে সিদ্ধার্থ কলের দ্বিতীয় ডেলিভারিতে বোল্ড হন হার্দিক৷ তখন মুম্বইয়ের রান ছিল ১৮৮৷ হার্দিক ফিরে যাওয়ার পর মনে হয়েছিল দু’শো রানের গণ্ডি টপকাতে পারবে না মুম্বই৷ কিন্তু শেষ চার বলে ২০ রান তুলে হার্দিকের অধরা ইনিংস শেষ করেন তাঁর দাদা ক্রুনাল পান্ডিয়া৷

এদিনও ভালো বোলিং করেন রশিদ খান৷ ৪ ওভার মাত্র ২২ রান খরচ করে একটি উইকেট তুলে নেন এই আফগান লেগ-স্পিনার৷ আবদুল্ সামাদও ৪ ওভার মাত্র ২৭ রান দেন৷ তবে ২টি উইকেট পেলেও ৪ ওভারে ৬৪ রান দেন সিদ্ধার্থ কল৷ শেষ ওভারে দারুণ শুরু করলেও ২১ রান দেন তিনি৷

মতিহার বার্তা ডট কম: ০৪ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply