মেয়র আব্বাসের নির্বচনী প্রচারনায় শিক্ষক ফোরামের ৪০ জন শিক্ষকের অংশগ্রহণ

মেয়র আব্বাসের নির্বচনী প্রচারনায় শিক্ষক ফোরামের ৪০ জন শিক্ষকের অংশগ্রহণ

মেয়র আব্বাসের নির্বচনী প্রচারনায় শিক্ষক ফোরামের ৪০ জন শিক্ষকের অংশগ্রহণ

এসএম বিশাল: চলো বদলে দেই কাটাখালী পৌরসভা” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী নগরীর উপকন্ঠ কাটাখালী পৌর নির্বাচনে মেয়র মোঃ আব্বাস আলী’র পক্ষে নির্বচনী প্রচারনায় পৌর শিক্ষক ফোরামের শিক্ষকেরা অংশগ্রহন করেছেন।

আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে কাটাখালী পৌর শিক্ষক ফোরামের ৪০ জন শিক্ষক এই নির্বাচনি প্রচারনায় অংশগ্রহন করেন।

এ সময় তারা কাটাখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইমাদপুর উত্তরপাড়া, ইমাদপুর দক্ষিনপাড়া, ইমাদপুর মধ্যপাড়া, ইমাদপুর নতুনপাড়া, সাহাজীপাড়া, রুপসীডাঙ্গা, পালানের মোড়, হরিয়ান বাজারে সাধারন ভোটারদের কাছে যান।

শিক্ষকেরা কাটাখালী পৌরসভা এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে পৌর এলাকায় উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং মেয়র মোঃ আব্বাস আলীকে আবারও ভোট দেয়ার আহবান জানান ওয়ার্ডের বাসিন্দাদের।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক ফোরামের সভাপতি মোঃ আকতার হোসান, অধ্যক্ষ, মাসকাটাদিঘী স্কুল এন্ড কলেজ। সাধারন সম্পাদক মোঃ শাহজামাল, প্রধান শিক্ষক কাপাসিয়া উচ্চ বিদ্যালয়। মোঃ মহরম আলী খাঁন, প্রধান শিক্ষক কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়। মোঃ শফিকুল ইসলাম প্রধান শিক্ষক সমসাদিপুর উচ্চ বিদ্যালয়, মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক, পাটকল উচ্চ বিদ্যালয়, মোঃ আসলাম আলী, প্রধান শিক্ষক, চিনিকল উচ্চ বিদ্যালয়, মোঃ আব্দুল হাকিম, সহকারী প্রধান শিক্ষক মাসকাটাদিঘী স্কুল এন্ড কলেজ, মোঃ আব্দুল খালেক , সহকারী প্রধান শিক্ষক, সূর্যকনা উচ্চ বিদ্যালয়, মোঃ আরিফ হোসেন রান্টু, প্রধান শিক্ষক, আশরাফ মেমোরিয়াল মডেল স্কুল, মোঃ রফিকুল ইসলাম রুবেল, পরিচালক, ব্রাইট ফিউচার প্রাইভেট হোম, প্রমূখ।

মতিহার বার্তা ডট কম: ১৩ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply