রাজশাহী নগরীতে দুর্গোৎসবে দেবির মুখে মাস্ক

রাজশাহী নগরীতে দুর্গোৎসবে দেবির মুখে মাস্ক

রাজশাহী নগরীতে দুর্গোৎসবে দেবির মুখে মাস্ক
রাজশাহী নগরীতে দুর্গোৎসবে দেবির মুখে মাস্ক

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

করোনাভাইরাস মহামারির কারণে পূজাম-পের আয়োজন এবার অনেকটাই ফিকে। এবার দেবি দুর্গার মুখে প্রতিকী হিসাবে মাস্ক পরিয়ে দেয়া হয়। যেন দেবীকে দেখে সবাই মাস্ক ব্যবহার করতে না ভুলে।

পুজার শুরুতে রাজশাহী মহানগরীর সুলতানাবাদ দেবালয় মুজামন্ডপে দেবির মুখে মাস্ক পরিয়ে দেয়া হয়।

রাজশাহী জেলা ও মহানগর মিলে ৪৭৮টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলায় ৪০৮টি ও নগরে ৭০টি। তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আগে পুজামন্ডপ দর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

মতিহার বার্তা ডট কম: ২৪ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply