শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
রাজশাহীতে ডিবি পুলিশকে সহযোগীতা, মাদক ব্যবসায়ীর তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছে নারী

রাজশাহীতে ডিবি পুলিশকে সহযোগীতা, মাদক ব্যবসায়ীর তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছে নারী

রাজশাহীতে ডিবি পুলিশকে সহযোগীতা, মাদক ব্যবসায়ীর তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছে নারী
রাজশাহীতে ডিবি পুলিশকে সহযোগীতা, মাদক ব্যবসায়ীর তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছে নারী

এসএম বিশাল: রাজশাহী নগরীর শ্যমপুরে গাফফার নামের এক মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশকে ধরিয়ে দিতে সহযোগিতা করায় এক নারীকে মারধর করাসহ বাড়িতে গাঁজা রেখে ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়েছে বলে আভিযোগ মাদক ব্যবসায়ীর পরিবারের বিরুদ্ধে।

ওই নারীর নাম মোসা. রানু পারভিন। তার বাড়ি নগরীর মতিহার থানাধিন ৭বাড়িয়া এলাকায়।

ভুক্তভোগী রানু পারভিন জানায়, আজ বৃহস্পতিবার (৫নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে নগরীর মতিহার থানাধীন চর-সাতবাড়িয়া নদীর পাড় এলাকার একটি বাড়ি থেকে গাঁজাসহ পারভেজ (১৯) নামের এক যুবককে আটক করে মহানগর (গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের একটি দল। সে ওই এলাকার সেরাজুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন অটো চালক।

খবর পেয়ে পারভেজের মা রানু পারভিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার ছেলে পারভেজকে গাঁজার প্রকৃত মালিকের নাম জানতে চায়। এসময় তার ছেলে জানায় গাঁজার প্রকৃত মালিক কাটাখালি থানাধীন শ্যামপুর বটতলা মুড়ি ফ্যাক্টরীর পেছনে নদীর ধার এলাকার মুঞ্জুর রহমানের ছেলে গাফফার।

তিনি আরো বলেন, আমি সেচ্ছায় মূল আসামিকে ধরিয়ে দিতে ডিবি পুলিশকে সহযোগীতা করার ইচ্ছা প্রকাশ করি। এতে তারা সম্মতি জানালে আমি তাদের সাথে নিয়ে শ্যামপুর মুড়ি ফ্যাক্টরীর পেছনে গিয়ে গাফফারকে ডাকি। এসময় আমার ডাকে সাড়া দিয়ে গাফফার আমার কাছে আসা মাত্রই ডিবি পুলিশের দলটি তাকে আটক করে নিয়ে যায়।

পরে সন্ধা ৬ টার দিকে মাদক ব্যবসায়ী গাফফারের বোন ও তার পরিবারের লোকজন মিলে আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করাসহ বাড়িতে মাদক রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয়।

এবিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে মহানগর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ডিউটি অফিসার জানায়, এখনি কিছু বলছিনা। পরে ফোন করেন বিস্তারিত জানাবো। পরে ডিবি পুলিশের এসআই ছয়ফুল ইসলাম জানান, ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

মতিহার বার্তা ডট কম: ০৫ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply