শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!

“শেষ বিদায়-৮“

“শেষ বিদায়-৮
“শেষ বিদায়-৮

অজুফা খাতুন: অনেক দিনের ইচ্ছে নেব নতুন সাদা শাড়ী
সেই শাড়ীটি পরে যাব আমার নতুন বাড়ী,
সেদিন চারিদিকে ঘেরাও করে যত্ন নেবে সবায় মোরে
ডালিম বোরই পাতা দিয়ে হালকা গরম পানি
সেই পানিতে ধুইয়ে দেবে আমার দেহ খানি।
আলতো ভাবেই ধুইয়ে দেবে গা
তবু পাশের সবায় বলবে আহা আস্তে করনা।
বাড়ী ভরা লোক সবার ছল ছল চোখ
এই যে সবার ক্ষমা সুন্দর দৃষ্টি, বিশ্বসেরা এর থেকে ও কি আর হবে মিষ্টি।
সবার মুখেই সাহাদতের বানী দু চোখ বয়ে গড়ীয়ে পড়ে পানি
এই সময়ে ভ্রান্ত কিছু রাখেনা কেও মনে
সুধু সুন্দর যাহা মনে পড়ে তাহারি স্মরনে।
সেথা কাঁদিছে কেও জোরে জোরে কেওবা করুন সুরে
আপন জনার বিদায়ের পালা, এযে নিয়ে আনে নিদারুন জ্বালা।
গোসল করিয়ে নেয় সাদা কাফনেতে
শেষ সাজনে সাজায় তারে সুরমা আতরেতে।

এবার সাহাদাতের বানী দিয়ে সম্বোধন জানায়
কজন মিলে আদর করে খাটিয়ায় সোয়ায়, আবার চার জনাতে ধরে তারে নিয়ে চলে যায়।
কেও তাহারে বলেনা আর,ওরে আইরে ফিরে আই।
যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়
সবার মায়া ছিন্ন করে তবু, একা যেতে হয় নেই কোন উপায়।
বিদায়ের শেষ ক্ষনে কত কথা পড়ে মনে
পাড়া আর প্রতিবেশি কত জনের কত স্মৃতি
হৃদয়ের ভাল বাসায় বাধা ছিল মন, তাইতে সবার দুঃখ এই বিচ্ছেদের কারন।
যখনি যায় কেহ মরে রাখিতে পারেনা আর কেও তারে ঘরে
বাহির করে যত শিম্র করে থাকনা যতই স্বজনপীতি এটা লংঘন কি কেও করতে পারে এ যে বিধাতার নীতি।
এ জনমে করেছিল যাহা, তীলে তীলে যত সঞ্চয়
শুন্য দু হাত আজ বিদায়ের পথে, সেথা কিছু আর নাই তার সাথে।
এবার যাহা আছে প্রয়োজন
ওপারের সুন্দর সঞ্চয়, আমলনামার খাতা ছাড়া আর কিছু নয়।
যাহা থাকলে কাছে রইনা সেথা কোন কিছুর ভয়
সদা সুন্দরে মন সেথা পূর্ণ হয়ে রয়।

লেখিকা; অজুফা খাতুন

০১৩১৪২৫৫০৫৮

মতিহার বার্তা ডট কম: ০৭ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply