শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়

“প্রিয় স্বাধীনতা“

“প্রিয় স্বাধীনতা“
“প্রিয় স্বাধীনতা“

অজুফা খাতুন: আকাশে ঐ উড়ছে দেখ লাল সবুজের পতাকা
ওজে, আমার প্রিয় স্বাধীনতা।
দিক থেকে দিগন্তের প্রতি ঘরে ঘরে
স্বাধীনতার প্রতিক হয়ে সারা বাংলায় উড়ে।
এই পতাকাই যে আমার দেশের গৌরব
আকাশে বাতাসে তাই ছড়ীয়ে দেয় স্বদেশের সৌরভ।
এর মন মাতান সৌরভ, বয়ে আনে বাংলাদেশের গৌরব:।
লাখ বাঙ্গালির রক্ত ঝরান আমাদের এই দেশ
এখন খুজিলে পাবে, হয়তবা তার রেশ।
এই স্বাধীনতা ছিনিয়ে নিতে স্বদেশের মান রাখতে
কত মার কোল হোলো খালি
সে সব কথা আমরা বল কেমন করে ভুলি।
আমাদের সোনা ঝরা বাংলার প্রতি ছিল ওদের লোভ
তাই একটু কিছু বলায় তাদের বেড়ে যেত ক্ষোভ।
এই কারনে এদেশ থেকে দিলেন তাদের সন্ধি
কিন্তু না মেনে সে সন্ধি,
সু-কোশলে নিয়ে তাদের, পশ্চিম পাকিস্থানের কারাগারে করলো বন্দি।
এমনি অবস্থায়, বাংলার জনগন ক্ষিপ্র হয়ে যায়
কারন যাহারা ছিল দেশের মাথা, আমাদের দেশের বুদ্ধি দাতা
তারা আজ হারিয়ে গেল কোথা।
এমনি সময়ই করল ওরা বাংলায় আক্রমন
তাই এবার বিভ্রান্তিতে পড়ল যত দেশের জনগন কি করি এখন।
হঠাৎ করে এমনি অবস্থায় পথ খুজে না পায় কি হবে উপায়।
মনে পড়ে জাতির পিতার ঐতিহাসিক ভাষন
ভয় পেওনা ভাইরা আমার ভয় পেওনা কখন।
ওদের আছে পিস্তল তোমাদের মনবল, তাই নিয়ে ন্যায়ের পথে চলবে অবিরল
ওরা বাধায় যদি দাঙ্গা
তোমাদের আছে হেসে বোটি আরো লাঠি ঠ্যাংগা।
খোদা সহায় তাই নিয়ে এগিয়ে যাবে করবেনা কেও ভয়,
আল্লাহ তায়ালার অশেষ কৃপায় হবেই হবে জয়
এমনি করেই সহিদ হোলো আমাদের সন্তান
আজ, তাদের কারনে দেশ ফিরে পেল মান।
১৯৭১ রের শেষ প্রান্ত ১৬ ই ডিসেম্বরে
অতিতের কথা গুলো সুধুই মনে পড়ে।
তাই, আজ আর নেই কোন ক্লেশ
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত আমার দেশ
তাই ধন্য বলি ওগো জাতীর পিতা, মহাসুখে থাক সদা আছ তুমি যেথা।
মেঘের আড়ালে চাঁদ উকি দিয়ে যায়।

মতিহার বার্তা ডট কম: ০৮ নভেম্বর ২০২০

                   অজুফা খাতুন- ০১৩১৪২৫৫০৫৮   

খবরটি শেয়ার করুন..

Leave a Reply