শিরোনাম :
ফ্রিজ়ে রাখা দুধ গরম করলেই ছানা হয়ে যায়! ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নতুন ৫ খাবার গোপন করেছিলেন বিয়ে, প্রেমে পড়েছিলেন সহ-অভিনেত্রীর, বহুকামিতা নিয়ে প্রচারে থাকেন বলি নায়িকা ‘আল্লার কাছে পাঠিয়ে দেব’, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোগানের বার্তা রাশিয়ার পরে এ বার আইএসের হানা গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ায়, বিস্ফোরণ, গুলিতে নিহত অন্তত ১১ রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্টারের বিরুদ্ধে মামলা করলো দুদক পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬ বিশ্বসুন্দরীমঞ্চে এই প্রথম মুসলিমবিশ্বের প্রতিনিধি… দেখে নিন আপনি বুদ্ধিমান কী না! দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
মুজিব শতবর্ষ নিয়ে অজুফার কবিতা

মুজিব শতবর্ষ নিয়ে অজুফার কবিতা

মুজিব শতবর্ষ নিয়ে অজুফার কবিতা
মুজিব শতবর্ষ নিয়ে অজুফার কবিতা

অজুফা খাতুন: জাতির পিতা শেখ মুজিবর
উনি ভালবাসায় কেড়ে নিলেন সবারি অন্তর।
অগাধ তাহার দেশ প্রেম
তাই তিনি দেশকে নিয়ে ভাবতেন অবিরাম
তাই তার মন,সদা সচেতন দেশের কারন।
১৯৭১ পূর্বে একি নামে দুটি দেশ ছিল পাকিস্তান
তবে দ্বিখন্ডিত দুই প্রান্তে, তাই ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তান।
জাতি ধর্মেও আমরা কিন্তু সবাই মুসলমান
তবে ছিল হেথা ভাষার ব্যাবধান
ওদের উর্দু আমাদের বাংলা।
আরো যেটা ব্যাবধান
ওদেশে ছিল যত প্রেসিডেন্ট মন্ত্রি আরো বড় বড় মাথা
তাদের পরিচালনায় চলতো এদেশ কে আর বলে কথা।
সে সময়ে এদেশের লোক ছিল, প্রায় অনভিজ্ঞ
তাই অজ্ঞতার অন্তরালে কেও কিছুনা বুঝতো
তাই তারা নিরবেই থাকতো।
ক্রমে ক্রমে ভাবতে শিখে দেশের জনগণ, স্বদেশের কারন।
যখন পশ্চিমারা করতেছিল এদেশকে গ্রাস
তখন ভাবতে থাকে দেশের লোক এ কোন সর্বনাস।
তাই তারা ছিন্ন কোরে অজ্ঞতার বেড়াজাল
দেশের কাজে রাখতে চায় নিজেদের বহাল ।
কিন্তু এবার, আমার দেশের মাতৃ ভাষায় ওরা করল হস্তক্ষেপ
উর্দু হবে রাষ্ট্র ভাষা বর্জন করে বাংলা।
এতে ক্ষুন্ন হল দেশের জনগণ ভেঙ্গে গেল মন
ওদের সাশন ও সোশন অতিষ্ট করে দিল জীবন
এবার প্রতিবাদি হয়ে উঠে দেশের জনগণ দেখা দিল বিশৃঙ্খল।
সুরু হোলো ১৯৫২ র ভাষা আন্দলন
এতে কত মার কোল হল খালি কত জনার উবে গেল খুলি।
এর পর কেটে গেল কয়েকটা বৎসর
রহি রহি হামলা কত রকম মামলা কত নির্জাতন
অতিষ্ট করতে থাকে যখন তখন এতে অতিষ্ট হতে থাকে দেশের জনগন।
হেয় মায়ায় ভরা ছিল শেখ মুজিবের মন
তাই তিনি অটল ছিলেন দেশের কারন।
তিনি করলেন কঠিন পন
কোন ক্ষনেও করবেনা কেও আত্মসমর্পন
বাচঁতে হবে স-সম্মানে করতে হবে পন।

সহরাদ্দি উদ্যানে, বজ্রকন্ঠে দেশের জন্য শেখ মুজিবের ভাষন
ছুইয়ে দিল সকলের মন
আল্লাহ সহায় আর নয় ভয়,
সাহস নিয়ে চলতে হবে নিজের পরিচয় কেন মিছে ভয়।
আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
রক্ত যখন দিয়েছি আরো দেব আমাদের দেশকে স্বাধীন করে ছাড়ব।
ভাই ও বোনেরা আমার তোমরা সাহস নিয়ে এগিয়ে চল
ওদের আছে অস্ত্র বল তোমাদের আছে মন বল
তিনি শক্ত হাতে ধরে হাল তোলে দিলেন পাল
এতে টগ বগিয়ে উঠল এবার দামাল ছেলের দল, ওরা হয়ে উঠে চঞ্চল।
এমনি অবস্থায়, চুক্তি করে ইয়াহিয়ার দল, কিন্তু করল ওরা ছল।
ভদ্র ভাবেই করল ওরা সন্ধি
কিন্তু সু-কৌশলে করল তাকে পাকিস্তানের কারাগারে বন্দি।
শেখ মুজিবের কারাবাস, দেশ বাসির মাথায় হাত।
কারাগারে শেখ মুজিবের এত নির্জাতন
তবু তিনি ভাবতে থাকেন স্বদেশের কারন
কেমন করে শ্বস্তি পাবে দেশের জনগন।
দেশদ্রোহি বলে তাকে দিলেন চরম দন্ড
এমনি অপরাধে তাহার কাটা যাবে মুন্ড।
হাঁসলেন মুজিব তাই, যেন ভাবনা তাহার নাই
দেশের জন্য মরতে তাহার একটু দ্বিধা নাই
তবু, দেশের স্বাধীনতা চাই।
এত ঝড়ের মাঝেও যাহার উঁচু থাকে মাথা
সেইতো মোদের মহান নেতা মোদের জাতির পিতা।

মতিহার বার্তা ডট কম: ০৮ নভেম্বর ২০২০

 

 

 

 

                                                                                                                                                             অজুফা খাতুন
                                                                                                                                                          ০১৩১৪-২৫৫০৫৮

খবরটি শেয়ার করুন..

Leave a Reply