বিডি লেখিকা সংঘ, রাজশাহীর উদ্যোগে কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বিডি লেখিকা সংঘ, রাজশাহীর উদ্যোগে কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বিডি লেখিকা সংঘ, রাজশাহীর উদ্যোগে কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বিডি লেখিকা সংঘ, রাজশাহীর উদ্যোগে কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহী শাখার উদ্যোগে জননী সাহসিকা হিসেবে খ্যাত কবি বেগম সুফিয়া কামালের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টায় এক অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও কথাশিল্পী নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহী শাখা করোনাকালীন এ দূর্যোগময় পরিস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক ড. নূরে এলিস আকতার জাহান এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ফাহমিদা ফেরদৌস, আলোচনা করেন ফেরদৌস নেক পারভিন, ড. নাসরিন লুবনা, কল্পনা রায় ভৌমিক, স্বরোচিত কবিতা ও জীবনী পাঠ করেন ড. শিরিন আকতার নীনা, কবিতা পাঠ করেন ড. সুলতানা নাজনীন, আলোচনা ও স্বরোচিত কবিতা পাঠ করেন ড. শিরিন আকতার।

সভায় প্রবন্ধ উপস্থাপন ও সভাপতির বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেক। তিনি বলেন, জননী সাহসিকা হিসেবে খ্যাত কবি বেগম সুফিয়া কামাল নারীদের অধিকার আদায়ে ১৯৭০ সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের সময় তার ধানমন্ডির বাসভবন থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা দেন।

স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ ও নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও তিনি উজ্জ্বল ভূমিকা পালন করেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণসহ কার্ফু উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেন। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। কবি সুফিয়া কামাল তার কাব্য প্রতিভা ও কর্মের গুণে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

মতিহার বার্তা ডট কম: ২০ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply