নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিভাগের বগুড়া জেলায় মৃত্যু হয় তার। এ নিয়ে বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনায় ৩৩৫ জনের মৃত্যু হলো।
বুধবার (২৫ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২০৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।
এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিভাগে নতুন ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪৯ জন। বিভাগে এখন মোট আক্রান্তদের সংখ্যা ২২ হাজার ২৭৮ জন। এদের মধ্যে ২০ হাজার ৫২৭ জন সুস্থ হয়েছেন।
বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫৯৪ জন।
মতিহার বার্তা ডট কম: ২৫ নভেম্বর ২০২০
Leave a Reply
You must be logged in to post a comment.