শিরোনাম :
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, কোন রাজ্যে কী প্রভাব? বাংলায় কেমন থাকবে আবহাওয়া? শুধু দামি প্রসাধনী নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে খেতে হবে এক ধরনের চা, কী ভাবে বানাবেন? অভিনয় করেই ক্ষান্ত নন শাহরুখ-কন্যা, আত্মপ্রকাশের আগেই সুহানার মুকুটে জুড়ল নতুন পালক! ভয়ঙ্কর সৌরঝড় আঘাত হানতে চলেছে! বিশ্ব জুড়ে শঙ্কা ইন্টারনেট যোগাযোগ ভেঙে পড়ার কিসের জোরে হোয়াইট হাউসে ‘নজরদারি’ উত্তর কোরিয়ার? কেনই বা আমেরিকা বলছে আজগুবি দাবি? টাক পড়ছে? রোজকার কোন অভ্যাসে বদল আনলে চুল পড়ার সমস্যা কমবে? হেনস্থার শিকার পাকিস্তান, অস্ট্রেলিয়ায় গিয়ে মাল বইতে হল বাবরদের, কেন? ৭০ বছরে যমজ সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা, জীবন সায়াহ্নে পৌঁছে মা হওয়ার স্বপ্নপূরণ পাকিস্তানেই নাকি খুঁজে পেয়েছেন প্রেমিকা, সে দেশের জনপ্রিয় নায়িকার সঙ্গে প্রেম করছেন বাদশা! মুম্বই বিমানবন্দরে শাহরুখকে আটকে দিল পুলিশ, অভিনেতাকে দেখে কী কাণ্ড করলেন নিরাপত্তারক্ষী?
রাজশাহীতে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ, মামলা ৬০ বোতলের!ভিডিও

রাজশাহীতে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ, মামলা ৬০ বোতলের!ভিডিও

রাজশাহীতে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ, মামলা ৬০ বোতলের!ভিডিও
টনি ও বাহারুল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর উপকন্ঠ টাংগন এলাকায় ৪০০ বোতল ফেনসিডিলসহ বিলকিস (৩৫) নামের এক নারী মাদক কারবারীকে আটকের পর ৬০ বোতল ফেনসিডিলের মামলা দেয়ার অভিযোগ উঠেছে মহানগর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিরুদ্ধে।

৩৪০ বোতল ফেনসিডিল ওই এলাকার কুখ্যাত মাদক কারবারী মিলন ও সাথির কাছে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে মামলার পলাতক আসামি টনি ও বাহারুল নামের দুই মাদক ব্যবসায়ী। আটককৃত বিলকিস কাটাখালি থানাধীন  টাংগন উত্তর পাড়া এলাকার আমিনুলের স্ত্রী।

পলাতক মাদক কারবারীরা হলো: একই থানার টাংগন পূর্বপাড়া এলাকার আজিজুলের ছেলে বাহারুল (৩৮) ও মৃত আসগর আলীর ছেলে টনি (২৪)।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর কাটাখালি থানাধিন টাংগন উত্তর পাড়া এলাকার একটি কলাবাগান থেকে বিলকিসকে আটক করে ডিবি এসআই মাহফুজুর রহমান এএসআই জাহিদ ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে প্লাষ্টিকের দুই বোঝা ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে টনি ও বাহারুল পালিয়ে যায়।

এ বিষয়ে দুইজন মাদক কারবারীকে পলাতক দেখিয়ে নারীসহ তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এই মাদক মামলার পলাতক আসামি টনি ও বাহারুল ক্যামেরার সামনে সাংবাদিকদের বলেন, সকাল পৌনে ৮ টার দিকে কলাবাগানে অভিযান চালিয়ে দুই বোঝায় ৪০০ বোতল ফেনসিডিলসহ বিলকিসকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। টনি আরও জানায়, নদীর ওপার থেকে আমি ও আলী হোসেন নামের এক ব্যক্তি ৮ হাজার টাকার বিনিময়ে দুই বোঝা ফেনসিডিল সাঁতার দিয়ে টাংগন এলাকায় নিয়ে আসি।

এসময় ডিবি পুলিশের ধাওয়া খেয়ে ফেনসিডিলগুলি ফেলে পালিয়ে যায়। ক্যামেরার সামনে তারা আরও জানায়, ৪০০ বোতলের মধ্যে ৩৩০ বোতল ফেনসিডিল ৭০০ টাকা দরে মিলন ও সাথি নামের দুই মাদক কারবারীর কাছে বিক্রি করা হয় এবং ৭০ বোতলসহ বিলকিসকে নিয়ে চলে যায় তারা। অপর দিকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পর ১০ বোতল ফেনসিডিল সরিয়ে ফেলে তারা।

এ বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে এএসআই জাহিদ অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযান করেছে ডিবি’র এসআই মাহফুজুর রহমান। ফেনসিডিল পেয়েছি ১০০ বোতল। সোর্সকে দেয়া হয়েছে ৪০ বোতল অবশিষ্ট ৬০ বোতল দিয়ে বিলকিসকে মামলা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মতিহার বার্তা ডট কম – ২৬ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply