পুঠিয়ায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যহত

পুঠিয়ায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যহত

পুঠিয়ায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যহত
পুঠিয়ায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যহত

স্টাফ রিপোর্টার : নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘ভ্যাকসিন হিরোর সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’ শ্লোগানে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের পুঠিয়া শাখার ব্যানার নিয়ে তারা এ কর্মবিরতি পালন করেন। তাদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।

তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ করে অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

মতিহার বার্তা ডট কম: ০১ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply