রাজশাহীতে প্রতিবন্ধীদের সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শ সভা

রাজশাহীতে প্রতিবন্ধীদের সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শ সভা

রাজশাহীতে প্রতিবন্ধীদের সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শ সভা
রাজশাহীতে প্রতিবন্ধীদের সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শ সভা

এসএম বিশাল: রাজশাহীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রতিবন্ধীদের সচেতনতা বৃদ্ধির জন্য অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও লাইট ফর দ্যা ওয়ার্ল্ড এর আয়োজন করে।

পরামর্শ সভায় আলোচকরা প্রতিবন্ধীদের নানা সমস্যার দিক তুলে ধরেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রতিবন্ধীদের প্রতি করনীয় দিকগুলোও বর্ণণা করেন। আলোচকরা বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধীরা সবচেয়ে অবহেলিত। এমনকি যে পরিবারে প্রতিবন্ধী থাকে সেই পরিবারকেও হেয় করে দেখা হয়। কিন্তু প্রতিবন্ধীদের যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

তারা বলেন, করোনা এই সময়ে একটি চলমান দুর্যোগ। এই দুর্যোগে স্বাভাবিক মানুষদেরকেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। প্রতিবন্ধীদের জন্য এই পরিস্থিতি আরও জটিল এবং ঝুঁকিপূর্ণ। তাই এই ঝুঁকিপুর্ণ পরিস্থিতিতে প্রতিবন্ধীদের প্রতি আরও যত্নশীল হতে হবে। তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

মতিহার বার্তা ডট কম: ০২ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply