শিরোনাম :
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, কোন রাজ্যে কী প্রভাব? বাংলায় কেমন থাকবে আবহাওয়া? শুধু দামি প্রসাধনী নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে খেতে হবে এক ধরনের চা, কী ভাবে বানাবেন? অভিনয় করেই ক্ষান্ত নন শাহরুখ-কন্যা, আত্মপ্রকাশের আগেই সুহানার মুকুটে জুড়ল নতুন পালক! ভয়ঙ্কর সৌরঝড় আঘাত হানতে চলেছে! বিশ্ব জুড়ে শঙ্কা ইন্টারনেট যোগাযোগ ভেঙে পড়ার কিসের জোরে হোয়াইট হাউসে ‘নজরদারি’ উত্তর কোরিয়ার? কেনই বা আমেরিকা বলছে আজগুবি দাবি? টাক পড়ছে? রোজকার কোন অভ্যাসে বদল আনলে চুল পড়ার সমস্যা কমবে? হেনস্থার শিকার পাকিস্তান, অস্ট্রেলিয়ায় গিয়ে মাল বইতে হল বাবরদের, কেন? ৭০ বছরে যমজ সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা, জীবন সায়াহ্নে পৌঁছে মা হওয়ার স্বপ্নপূরণ পাকিস্তানেই নাকি খুঁজে পেয়েছেন প্রেমিকা, সে দেশের জনপ্রিয় নায়িকার সঙ্গে প্রেম করছেন বাদশা! মুম্বই বিমানবন্দরে শাহরুখকে আটকে দিল পুলিশ, অভিনেতাকে দেখে কী কাণ্ড করলেন নিরাপত্তারক্ষী?
রাবিকে দুটি বাস উপহার দিলো ভারত

রাবিকে দুটি বাস উপহার দিলো ভারত

রাবিকে দুটি বাস উপহার দিলো ভারত
রাবিকে দুটি বাস উপহার দিলো ভারত

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বরূপ দুটি বাস উপহার দিয়েছে ভারতীয় উপ-হাইকমিশন দপ্তর। বাস দুটির গায়ে লেখা “ভারতীয় জনগণের পক্ষ থেকে উপহার।”

গত সোমবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ে দুটি বাস পাঠানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবহন দপ্তরের প্রশাসক ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের জনগণের পক্ষে উপ-হাইকমিশন দপ্তর বিশ্ববিদ্যালয়কে দুটি বাস উপহার দিয়েছে। বিজয় দিবসের আগে অথবা পরে বাস দুটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানান তিনি।

তবে বিশ্ববিদ্যালয়কে দেওয়া এই উপহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনব্যাপী বেশ আলোচনা-সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর নিজস্ব (নীল-সাদা) একটা রং আছে। যেটা শহরের রাস্তায় চলাচলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয় বহন করে চলে। সুতরাং উপহার পাঠানোর আগে বাসের গায়ের রংয়ের বিষয়ে অবগত হওয়া উচিত ছিল। এছাড়াও বাসের গায়ে ‘ভারতীয় জনগণের পক্ষে উপহার’ কথাটারও সমালোচনা করেছেন তারা।

অন্যদিকে, আরেক শিক্ষার্থী বলেন, উপহার যেটাই হোক না কেন, সেটা উপহার। আর একজন ব্যক্তি নিশ্চয় কাউকে উপহার দেওয়ার সময় অন্যের মতামতকে বেশি অগ্রাধিকার দেন না। উপহারটা তার ইচ্ছে এবং পছন্দের মতোই দেন।

বাসের রং নিয়ে অধ্যাপক মোখছিদুল হক বলেন, আসলে এটা তাদের পক্ষ থেকে একটা উপহার। সুতরাং রংটা তাদের পছন্দেই করা আর এভাবেই তারা আমাদের পাঠিয়েছে। তবে যেহেতু এটা এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় হস্তান্তর করা হয়নি। সেহেতু হস্তান্তরের সময় বাসের রংয়ের ব্যাপারে তাদের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কিছু করা হতে পারে।

ভারতীয় জনগণের পক্ষে উপহারের বিষয়ে তিনি বলেন, আসলে একটা দেশের টাকা তো সরকারের না, সেটা তো জনগণেরই। তাই তারা হয়তো জনগণের কথা উল্লেখ করেছে।

মতিহার বার্তা ডট কম: ০৯ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply