শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
পুলিশের কাছে সোনার ডিমপাড়া হাঁস’ চন্দ্রিমা থানার সোর্স আলিম!

পুলিশের কাছে সোনার ডিমপাড়া হাঁস’ চন্দ্রিমা থানার সোর্স আলিম!

পুলিশের কাছে সোনার ডিমপাড়া হাঁস' চন্দ্রিমা থানার সোর্স আলিম
পুলিশের কাছে সোনার ডিমপাড়া হাঁস' চন্দ্রিমা থানার সোর্স আলিম

স্টাফ রিপোর্টার: অপরাধীদের সম্বন্ধে নিয়মিত তথ্যদাতা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কাছে সোর্স হিসেবে পরিচিত আলিম। প্রথমে নাম-পরিচয় গোপন রেখে সম্ভাব্য ও সংঘটিত অপরাধ এবং অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা ছিলো তার কাজ। পরে তা পুলিশকে সরবরাহ করত।

নিরাপত্তার কারণে তার নাম পরিচয় গোপনে রাখত পুলিশ । এ জন্য তাকে নিয়মিত আর্থিক সহায়তা (সোর্স মানি) দেওয়া হত। অনেক ক্ষেত্রে এলাকার দাগি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরাও নিজেদের স্বার্থে থানায় সোর্স হিসেবে অন্তর্ভুক্ত হয়ে নানা অপকর্ম করছে, তাদের মধ্যে আলিম অন্যতম। ধরা পড়ার ভয়ে খোদ এলাকার পেশাদার সন্ত্রাসীরাও এ সোর্সকে ভয় পায়।

পুলিশের সঙ্গে সখ্যের কারণে কলোনীর সাধারণ মানুষ তাকে নিয়ে থাকেন আতঙ্কে। তথ্য পাওয়ার জন্য পুলিশ যেমন তাদের খাতির করে, তেমনি অসাধু পুলিশ সদস্যদের কাছে আলিম সোনার ডিমপাড়া হাঁস’। তার মাধ্যমেই নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কথিত ‘আটক বাণিজ্যে’র নামে হাতিয়ে নেওয়া হয় অর্থ।

প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, আলিম তার বাড়িতে তিনজন নারী দিয়ে করছে ব্ল্যাকমেইলের ব্যবসা। খদ্দরকে তাদের জালে ফেলে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বাদ যায়নি এলাকার প্রবাশী নজরুল নামের এক ব্যক্তি। নারী দিয়ে ব্ল্যাকমেইল করে তার স্ত্রীর কাছ থেকে প্রথমে ৪০ হাজার পরে তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে আসে ওই সোর্স আলিম।

স্থানীয় সুত্রে জানা গেছে,নগরীর বোয়ালিয়া থানাধীন বৌবাজার হাদির মোড় এলাকায় আলিমের শ্বশুর বাড়ি। তার শ্যালকের নাম নয়ন (২৭)। বিকাশের পাশাপাশি ফোন-ফ্যাক্সের ব্যবসা আছে তার। এবাদেও দুলাভায়ের সাথে করে সোর্সের কাজ। এছাড়া সে একজন নিয়মিতি মাদক সেবনকারী বলে জানায় সুত্রটি। টাকার জন্য নিজের দুলা ভায়ের সাথে বেছে নিয়েছে অবৈধ পন্থা। আলিমের প্রতারণার স্বীকার ওইসকল ভুক্তভোগি তার দেয়া কথামত শ্যালকের বিকাশ নম্বরে পাঠিয়ে দিচ্ছে হাজার হাজার টাকা।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সন্ত্রাসীদের আশীর্বাদপুষ্ট হয়ে ইদানীং চন্দ্রিমা থানা এলাকায় বেপরোয়া এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে কথিত ওসি সোর্স নামধারী আলিম। পুলিশ আর ডিবির নাম ভাঙ্গিয়ে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মাসে লাখ লাখ টাকা।

 গত শনিবার ৫ ডিসেম্বর চন্দ্রিমা থানাধীন হাজরাপুকুর এলাকায় মাহফুজ (৩৫) নামের এক আটো গ্যারেজ মিস্ত্রী তার পাওনা টাকা চাইতে গিয়ে হামলার স্বীকার হয় প্রতিপক্ষ রাবিব (২২) নামের এক যুবকের হাতে।

পরে রাব্বি তার বন্ধুবান্ধবদের সাথে নিয়ে রামদা, হাসুয়া, পাইপ লাঠিসোটা নিয়ে মাহফুজের বাসা বাড়িতে হামলা চালায়। এতে মাহফুজের ছিলাফুলা জখম হয়। এবাদেও তাদের দরজা ভেঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করার চেষ্টা করে হামলাকারিরা।

ভুক্তভোগী মাহাফুজ জানায়, খবর পেয়ে তালাইমারি ফাঁড়ির এএসআই মুকুল ঘটনাস্থল এসে আসামিদের পেয়েও তাদের গ্রেফতার করেননি। এছাড়া উদ্ধারকৃত রামদা, পাইপ ও হাসুয়া জব্দ না করে বিষয়টি মিটমাট করার কথা বলে চলেযান।

কারন হিসাবে জানতে চাইলে মাহফুজ বলেন, পুলিশের সোর্স আলিমের নির্দেশে এএসআই মুকুল সহ সঙ্গীয় ফোর্স বিষয়টি অভিযোগ না নিয়ে মিটমাট করার কথা বলেন।

জানা গেছে, আলিমের বাড়ির ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী দিলারার ভাগিনা ওই রাব্বি। এখানেই শেষনা দিলারার মেয়ে কথাকে (১১) বাল্য বিয়ে দিয়েছে ওই কথিত ওসি (সোর্স) আলিম।

চার মাস পূর্বের ঘটনা শিরোইল কলোনীর ১ নং গলির বাসিন্দা রিক্সা চালক আলমগীর হোসেন (২৮) কে তল্লাশির নামে পকেটে হেরোইনের পুরিয়া ঢুকিয়ে দেয় সোর্স আলিম। পরে পুলিশ তাকে হেরোইন ব্যবসায়ী হিসেবে আটক করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। না পেয়ে তাকে মামলা দিয়ে চালান দেয়া হয় বলে জানান আলমগীর হোসেন। রাজশাহী পিডিপির কর্মচারী চুন্নু নামের এক ব্যক্তিকে পুলিশ দিয়ে হয়রানী করার অভিযোগও রয়েছে আলিমের বিরুদ্ধে।

গোয়েন্দা সংস্থার তথ্য ও স্থানীয় সূত্রগুলোর মতে, চন্দ্রিমা থানার অধীনে কর্মরত ভয়ঙ্কর সোর্সদের মধ্যে রয়েছে এ আলিমের নাম।

রাজশাহী মহানগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, কাগজপত্রে থানার কোনো সোর্স থাকার কথা নয়। এর পরও বিভিন্ন সময়ে অভিযোগ পেয়ে পুলিশ কমিশনারের কার্যালয় থেকে প্রত্যেক থানায় সোর্স নামধারী এসব অপরাধীর ব্যাপারে ওসিদের সতর্ক হতে বলা হয়েছে। এছাড়া সোর্স নামধারী অপরাধিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশ প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

মতিহার বার্তা ডট কম: ০৯ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply