নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৫০ জন সদস্য অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) তাদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।
আরএমপির ট্রেনিং স্কুলে চতুর্থ ব্যাচের এই প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে পুলিশ সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম।
এ সময় উপ-পুলিশ কমিশনার (পিওএম) মনিরুল ইসলাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমানও উপস্থিত ছিলেন।
মতিহার বার্তা ডট কম: ১৪ ডিসেম্বর ২০২০
Leave a Reply
You must be logged in to post a comment.