রাজশাহীর মাহিন্দ্রা বাজার এলাকায় অবৈধ পুকুর খনন

রাজশাহীর মাহিন্দ্রা বাজার এলাকায় অবৈধ পুকুর খনন

রাজশাহীর মাহিন্দ্রা বাজার এলাকায় অবৈধ পুকুর খনন
রাজশাহীর মাহিন্দ্রা বাজার এলাকায় অবৈধ পুকুর খনন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর উপকণ্ঠ বেলপুকুর থানাধীন মাহিন্দ্রা বাজার সংলগ্ন এলাকায় প্রায় ২০ বিঘার মত ফসলি জমি নষ্ট করে পুকুর খনন কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার (২৪শে) ডিসেম্বর সরেজমিনে গিয়ে জানা যায়, জলিল ও মোতালেব নামের দুই ভাই অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম চালাচ্ছে দেদারসে।

এ বিষয়ে জানতে চাইলে জলিল ও মোতালেব বলেন,পুকুর খনন করছে দুর্গাপুরের মারুফ নামের এক প্রভাবশালী নেতা।

আমরা দুই ভাই দেখাশোনার দায়িত্বে রয়েছি। স্থানীয়রা জানায়, গত কয়েক বছর থেকেই জলিল ও মোতালেব অন্যের ফসলি জমি লিজ নিয়ে পুকুর খননের মতো জঘন্য অপরাধ করেই চলেছেন।

পুকুর খনন সিন্ডিকেট জমির মালিকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে পুকুর খনন কার্যক্রম অব্যাহত রেখেছে। এর ফলে এলাকার রাস্তা নষ্ট হয়ে গেছে ট্রাক্টরে করে মাটি বহনের কারণে ধুলাবালির রাস্তা পথে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে।

তিন ফসলী জমি নষ্ট করে পুকুর খননের ফলে কৃষিজমি বিলুপ্তির পথে প্রায়। ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে আর সেই মাটি যাচ্ছে ইটভাটায় এতে লাভবান হচ্ছে ইটভাটার মালিক এবং মৎস্যচাষী সিন্ডিকেট।

জানতে চাইলে পবা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিমুল আক্তার জানান, পুকুর খননের বিষয়টি আমার জানা ছিলনা খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

মতিহার বার্তা ডট কম: ২৪ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply