শিরোনাম :
ফ্রিজ়ে রাখা দুধ গরম করলেই ছানা হয়ে যায়! ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নতুন ৫ খাবার গোপন করেছিলেন বিয়ে, প্রেমে পড়েছিলেন সহ-অভিনেত্রীর, বহুকামিতা নিয়ে প্রচারে থাকেন বলি নায়িকা ‘আল্লার কাছে পাঠিয়ে দেব’, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোগানের বার্তা রাশিয়ার পরে এ বার আইএসের হানা গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ায়, বিস্ফোরণ, গুলিতে নিহত অন্তত ১১ রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্টারের বিরুদ্ধে মামলা করলো দুদক পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬ বিশ্বসুন্দরীমঞ্চে এই প্রথম মুসলিমবিশ্বের প্রতিনিধি… দেখে নিন আপনি বুদ্ধিমান কী না! দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
মডার্না করোনা ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া, মারাত্মক অ্যালার্জিতে আক্রান্ত চিকিৎসক

মডার্না করোনা ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া, মারাত্মক অ্যালার্জিতে আক্রান্ত চিকিৎসক

মডার্না করোনা ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া, মারাত্মক অ্যালার্জিতে আক্রান্ত চিকিৎসক
মডার্না করোনা ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া, মারাত্মক অ্যালার্জিতে আক্রান্ত চিকিৎসক

অনলাইন ডেস্ক: মডার্না ভ্যাকসিন নেওয়ার স্বেচ্ছাসেবক ছিলেন তিনি। ভ্যাকসিন নেওয়ার পর মারাত্মক অ্যালার্জিতে আক্রান্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনের এক চিকিৎসক। শুক্রবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে ওই চিকিৎসক শেলফিস অ্যালার্জিতে আক্রান্ত হয়েছেন।

ডঃ হোসেইন সাদরজাদেহ বস্টন মেডিক্যাল সেন্টারের জেরিয়াট্রিক অঙ্কোলজি বিশেষজ্ঞ। তিনি ভ্যাকসিন নেওয়ার কিছুক্ষণের মধ্যেই অ্যালার্জিতে আক্রান্ত হন বলে খবর। নিউইয়র্ক টাইমস জানিয়েছে এর সঙ্গে হৃদপিন্ডের দ্রুত সঞ্চালনা ও শরীরে অবশ ভাব অনুভব করছেন তিনি।

মডার্ণা ভ্যাকসিনে এখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এই প্রথম কোনও ঘটনা সামনে এল। বস্টন মেডিক্যাল সেন্টারের মুখপাত্র ডেভিড কিব্বে এক বিবৃতি জারি করে জানিয়েছেন, ওই চিকিৎসককে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।

এদিকে, মার্কিন সংস্থা মডার্না জানিয়ে ছিল যে, তাদের তৈরি ভ্যাকসিন ১০০ শতাংশ কার্যকর। Emergency Use Authorization অর্থাৎ জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়ার জন্য আবেদন জানায় মডার্না। একইসঙ্গে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির কাছে মার্কেটিং-এর জন্যও আবেদন জানাবে বলে বিবৃতিতে দাবি করে ওই সংস্থা।

US Food and Drug Administration এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দেয়, এরপরেই কয়েক লক্ষ মার্কিনিকে এই ভ্যাকসিন দেওয়ার ট্রায়াল শুরু হয়।

মতিহার বার্তা ডট কম: ২৬ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply