শিরোনাম :
প্রেমিকার বাড়ির সামনে বিষপানে প্রেমিকের মৃত্যু; বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ‘শাড়ি ক্যানসার’ কেন হয়? তার উপসর্গই বা কী? জানালেন চিকিৎসক ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, তবে মানতে হবে কিছু নিয়ম মল্লিকার সঙ্গে চুমু বিতর্ক, মুখ দেখাদেখি বন্ধ কুড়ি বছর, সাক্ষাৎ পেয়ে কী করলেন ইমরান? ক্যাটরিনার জন্যই সলমনের সঙ্গে সম্পর্কে দূরত্ব, ইদে স্বামীকে নিয়ে ভাইজানের বাড়িতে আলিয়া! রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ ১৬ মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে যান মা, না খেয়ে, জল না পেয়ে মৃত্যু! সাজা যাবজ্জীবন রাজশাহীতে ট্রাকে টোল আদায়ের নামে চাঁদাবাজি, আটক ২ পুঠিয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৩ ঈদের সাথে যুক্ত হওয়া নববর্ষের উচ্ছ্বাসে বিনোদন স্পট পরিপূর্ণ
গোদাগাড়ীর দুটি বালু ঘাটে ১৫ তারিখ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান: ইউএনও

গোদাগাড়ীর দুটি বালু ঘাটে ১৫ তারিখ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান: ইউএনও

গোদাগাড়ীর দুটি বালু ঘাটে ১৫ তারিখ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান: ইউএনও
গোদাগাড়ীর দুটি বালু ঘাটে ১৫ তারিখ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান: ইউএনও

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে নদী বক্ষে রাস্তা নির্মান। নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে নিময় বহির্ভূত ভাবে মাটি ও বালু উত্তোলন না করার জন্য ঘাট ইজারাদারগণকে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জানে আলম।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ইজারাগনের সাথে আলোচনাকালে এসব সর্তর্ক বার্তা দেন তিনি।

উল্লেখ্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর দুটি স্থানে ট্রাক চলাচলের রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। নদীর বুকে ট্রাক চলাচলের রাস্তা করা হলেও মাটি ও বালু তোলা হচ্ছে তীর থেকেই। এতে সামনের ভরা মৌসুমে এলাকায় নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

বালুমহাল দুটির একটি গোদাগাড়ী উপজেলার ফুলতলা গ্রামে। অন্যটি সেখেরপাড়া গ্রামে। বালুমহাল দুটির কর্মকা-ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। কিন্তু প্রভাবশালী ইজারাদারদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন না কেউ। এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে দেখা গেছে, মূল নদী এখন পাড় থেকে অনেক দূরে সরে গেছে। তাই দুটি বালুঘাট থেকেই গ্রামের পাশে পদ্মা নদীর তীর থেকে বালু তোলা হচ্ছে। আর ট্রাক চলাচলের জন্য নদীর বুকে করা হয়েছে রাস্তা। নদীর পাড় থেকেই বালু তোলার কারণে নদীভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। অথচ সরকারি নীতিমালায় লেখা রয়েছে নদীর তীর থেকে এক হাজার ৫০০ থেকে দুই হাজার মিটার দূরে নদীর তলদেশ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করতে হবে। এই নিয়মের কোন তোয়াক্কাই করছেন না ইজারাদাররা। নদীর তলদেশের বদলে চর কেটেই ট্রাকে তোলা হচ্ছে মাটি ও বালু। শুধু তাই নয়, নদীপাড়ের মাটি কেটে তারা ইটভাটাতেও বিক্রি করছেন। অথচ বালুমহাল ইজারা নিয়ে মাটি কাটার কোন সুযোগ নেই।

স্থানীয়রা জানান, মূল নদী বিভক্ত হয়ে দূরে সরে যাওয়ায় তীরে নদীর একটা অংশে তারা গোসলের কাজ সারেন। কিন্তু বালুঘাটের জন্য বসানো টং ঘরের কারণে এলাকার নারীরা নদীতে নামতে পারেন না। ওই টং ঘরে মাদক সেবন চলে বলেও অভিযোগ গ্রামবাসীর। আর সারারাত বালুর ট্রাক চলার কারণে তাদের ঘুম হয় না। স্থানীয়রা বলছেন, রাতে বিকট শব্দে পদ্মার তলদেশ থেকে বালুভর্তি ট্রাক সড়কে উঠে আসে। এই শব্দে তাদের ধুম হয় না। ট্রাকে বালু পরিবহনের সময় ত্রিপল দিয়েও ঢাকা হয় না। এতে ধুলোবাললু কারণে দিনে তারা বাড়ির বাইরে বের হতে পারেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, সেখেরপাড়া এলাকার বালুঘাটটি ইজারা নিয়েছে সানজিদা এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এর প্রোপ্রাইটর হলেন মনোয়ারুল হোসেন ডিপলু নামের এক ব্যক্তি। আর ভাটোপাড়া ফুলতলা এলাকার বালুঘাট ইজারা নিয়েছেন জাহাঙ্গীর আলম নামের আরেক ব্যক্তি। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড সন্স। এলাকাবাসীর নানা অভিযোগ থাকলেও এই দুই ইজারাদারের দাবি, সব নিয়ম-নীতি মেনেই তারা নদী থেকে বালু তুলছেন।

এলাকাবাসীর অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলম বলেন, নদীর বুকে বালু তোলার রাস্তা করার কোন সুযোগ নেই।

বৃহস্পতিবার দুই বালু ঘাটের ইজারাগণের ডেকে আলোচনা করা হয়েছে। নিয়ম বহিভূত ভাবে মাটি ও বালু উত্তলোন করতে নিষেধ করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশ, নীতিমালার বাইরে গিয়ে কোনকিছুই করা যাবে না। ওই বালু ঘাট দুটিতে আগামী ১৫ তারিখ থেকে নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মতিহার বার্তা ডট কম- ০৭ জানুয়ারী ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply