শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
বাঘায় হাতুড়ি পেটায় যুবলীগ সভাপতি গুরুতর জখম

বাঘায় হাতুড়ি পেটায় যুবলীগ সভাপতি গুরুতর জখম

বাঘায় হাতুড়ি পেটায় যুবলীগ সভাপতি গুরুতর জখম
বাঘায় হাতুড়ি পেটায় যুবলীগ সভাপতি গুরুতর জখম

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর সমর্থকদের হামলায় আজিবার ( ৪২) নামের এক যুবলীগ সভাপতি মারাত্বক আহত হয়েছে । মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আড়ানী পৌরসভার রুস্তুমপুর ও মোমিনপুর রাস্তার মাঝে অবস্থিত মোমিনপুর ঈদগাহর সামনে তাকে মারপিট করা হয়। সে আড়ানী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি।

জানা যায়, আজিবর রহমান এ দিন সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি (ভারতীপাড়া) থেকে আড়ানী পৌর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মোমিনপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থানকারি রাাজন. রাজু, অংকুরসহ ১০/১২ জনের একটি গ্রুপ হাতুড়ি, লোহার রড দিয়ে তাকে পিটিয়ে মারাত্মক জখম করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাতুড়ি ও লোহার রডের আঘাতে আজিবর রহমানের ডান পা ভেঙে যাওয়াসহ শরীরের ভিভিন্নস্থানে ক্ষত ও গুরুতর জখম হয়েছে ।

আজিবারের ছোট ভাই শিপন আলী জানান, গত ১৬ জানুয়ারী অনুষ্ঠিত আড়ানী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আ.লীগ মনোনিত নৌকা মার্কার শহিদুজ্জামান শাহিদ কে সমর্থন করায় সতন্ত্র প্রার্থী ( বিজয়ী মেয়র ) মুক্তার আলী ও তার সমর্থকরা আমার ভাইকে হুমকি প্রদর্শন করতে থাকেন। বিষয়টি উপজেলা আ.লীগ নেতৃবৃন্দকে জানানো হয়। তার পরেও শেষ রক্ষা হলোনা আমার ভাইয়ের । মুক্তার আলীর সমর্থকরা অমানুষীক ভাবে আমার ভাইকে মেরে জখম করে দিয়েছে। আ.লীগ করে আ.লীগের প্রার্থীর ভোট করার ফল যদি এমন ভয়াবহ হয় তাহলে আর কি বলার আছে। এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ পুর্বক অজ্ঞাত আরও ছয়জনকে আসামী করে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মেয়র মুক্তার আলী বলেন, আমার কোনো সমর্থক ও আমি কাউকে হুমকি প্রদর্শন করিনি। আমার কোন সমর্থক কাউকে মারধরও করেনি। একটি পক্ষ আমাকে ঘায়েল করবার জন্য নিজেরাই নিজেদের মারাপিট করে আমাদের লোকজনের ওপর দোষ চাপাচ্ছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারী নির্বাচনে মুক্তার আলী আ.লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকা প্রতীকের শহিদুজ্জামান শাহিদকে পরাজিত করে ২য়বার মেয়র নির্বাচিত হন। এরপর থেকে তিনি নৌকার পক্ষে অবস্থান নেওয়া আ.লীগের নেতাকর্মীদের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আ.লীগ মনোনীত পরাজিত প্রার্থী শাহিদ।

মতিহার বার্তা ডট কম: ০৯  ফেব্রয়ারি ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply