রাজশাহী বিভাগে এখন করোনা রোগীর সংখ্যা ১০৬৮ জন

রাজশাহী বিভাগে এখন করোনা রোগীর সংখ্যা ১০৬৮ জন

রাজশাহী বিভাগে একদিনে করোনাক্ত হলেন ৬৪ জন
রাজশাহী বিভাগে একদিনে করোনাক্ত হলেন ৬৪ জন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৬৮ জন। বিভাগে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৬১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ১৪৬ জনই । আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। ফলে বিভাগে এখন মোট করোনা পজিটিভ আছেন ১ হাজার ৬৮ জন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার বিভাগে নতুন মাত্র পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চারজনেরই বাড়ি বগুড়া, একজনের বাড়ি রাজশাহী। এ দিন বিভাগে করোনা রোগী সুস্থ হয়েছেন ১৮ জন। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন, নওগাঁর দুইজন, নাটোরের একজন, জয়পুরহাটের পাঁচজন এবং বগুড়ার পাঁচজন সুস্থ হয়েছেন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply