রাজশাহীতে নিষিদ্ধ প্রসাধনী ও বেবি ফুড আইটেমের গোডাউনে সিলগালা

রাজশাহীতে নিষিদ্ধ প্রসাধনী ও বেবি ফুড আইটেমের গোডাউনে সিলগালা

রাজশাহীতে নিষিদ্ধ প্রসাধনী ও বেবি ফুড আইটেমের গোডাউনে সিলগালা
রাজশাহীতে নিষিদ্ধ প্রসাধনী ও বেবি ফুড আইটেমের গোডাউনে সিলগালা

স্টাফ রিপোর্টার: নগরীর সিলিনদার মোড়ে সাজ ডিস্ট্রিবিউশনের গোডাউনে সিলগালা করেছে ভোক্তা অধিকার।

রোববার ২৮ শে মার্চ বিকাল ৬টার দিকে ভোক্তা অধিকার অভিযান চালিয়ে ঐ গোডাউন সিলগালা করেন।

মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ও বেবি ফুড আইটেম সহ বিভিন্ন ধরনের মালামাল মজুদ রাখার অপরাধে গোডাউন সাময়িক ভাবে শিলগালা করে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

এসময় সাজ ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফিক) কে ৭ কার্যদিবসের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি সাত কার্যদিবসের মধ্যে যোগাযোগ না করলে পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণ সকল মালামাল ধ্বংস করা হবে।

ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক হাসান আল মারুফ আরো বলেন, এক লক্ষ টাকা অর্থদণ্ড দিতে অপারগতা স্বীকার করায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফিক)কে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে একটি নোটিশ দিয়ে ভোক্তা অধিকার অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে সেইসাথে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

জরিমানা দিতে না পারলে আইন অনুযায়ী তার সাজা হবে বলেও জানান ঐ কর্মকর্তা।অভিযানে উপস্থিত ছিলেন রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার উদয় কুমার সাহা ও এসআই হায়দার আলী খান সহ সঙ্গীয় ফোর্স।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply