শিরোনাম :
বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ? দিনাজপুরে ড্রাম ট্রাকসহ ১০০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩ ফরিদপুরে দুই সহোদর নিহতের ঘটনায় তিন মামলা
বিধিবহির্ভূতভাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা পশ্চিমাঞ্চল রেলওয়ে জিএম’র পিএস নিযুক্ত

বিধিবহির্ভূতভাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা পশ্চিমাঞ্চল রেলওয়ে জিএম’র পিএস নিযুক্ত

বিধিবহির্ভূতভাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা পশ্চিমাঞ্চল রেলওয়ে জিএম’র পিএস নিযুক্ত
বিধিবহির্ভূতভাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা পশ্চিমাঞ্চল রেলওয়ে জিএম’র পিএস নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ’র পিএস হিসেবে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অত্যন্ত ‘গোপনীয়’ এই শাখায় অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে বিধিবহির্ভূতভাবে জিএম-এর পিএস হিসেবে দায়িত্ব দেওয়ায় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে রেল ভবনে কর্মকর্ত-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে তারা ‘রহস্যজনক’ বলেই মনে করছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইতোপূর্বে (গত আট বছর ধরে) রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম-এর পিএস হিসেবে দায়িত্ব পালন করেন মো: কাওসার আলী নামে একজন কর্মকর্তা। বছর খানেক আগে তিনি চাকরি থেকে পূর্ণ অবসরে গেছেন। অথচ রেলওয়ের বর্তমান জিএম মিহির কান্তি গুহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলীকে নিজের পিএস হিসেবে দায়িত্ব দিয়েছেন। শুধু তাই নয়, অত্যন্ত গোপনীয় শাখায় গুরুত্বপূর্ণ সব কাজ এবং জিএম কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন কাওসার আলী।

রেলওয়ের অপর একটি সূত্র জানায়, ইতোপূর্বে রেলওয়ের জিএম-এর পিএস হিসেবে নতুন একজনকে নিয়োগ দেয়া প্রয়োজন বলে সংশ্লিষ্ট দফতরের নথিতে উল্লেখ রয়েছে। কিন্তু পদায়ন করে পিএস হিসেবে এখনো কাউকেই নিয়োগ দেয়া হয়নি। কারণ হিসেবে সূত্রটি বলছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী রেলওয়ের বর্তমান জিএম মিহির কান্তি গুহ’র অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। জিএম হওয়ার সুবাদে ক্ষমতাধর এই কর্মকর্তা চাকরিবিধির কোনো তোয়াক্কা না করে অত্যন্ত গোপনীয় শাখায় এবং পিএস হিসেবে তাকে দায়িত্ব দিয়েছেন বলে অনেকে মনে করছেন।

জানতে চাইলে জিএম-এর দায়িত্বপ্রাপ্ত পিএস কাওসার আলী বলেন, আমি পূর্ণ অবসরে গিয়েছি। কিন্তু তার পরেও কর্তৃপক্ষ আমাকে পুনরায় জিএম-এর পিএস হিসেবে দায়িত্ব দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে পুনরায় জিএম-এর পিএস হিসেবে দায়িত্ব দেয়া সংক্রান্ত অফিসিয়াল আদেশ রয়েছে। তাই কোনো সমস্যা নেই।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মিহির কান্তি গুহ প্রথমেই ক্ষুব্ধ হয়ে উঠেন। বলেন, পিএস কে হলো না হলো এটা নিয়ে এত প্রশ্ন উঠছে কেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিএস হিসেবে কাউকে নিয়োগ দেয়ার যোগ্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই মৌখিকভাবে কাওসার আলীকে পিএস হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পিএস হিসেবে দায়িত্ব দেয়া বিধিসম্মত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

মতিহার বার্তা / এফ কে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply