রাজশাহীতে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু

রাজশাহীতে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু

রাজশাহীতে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু
রাজশাহীতে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার : করোনাকালে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে গতকাল রোববার থেকে রাজশাহীতে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু হয়েছে। জেলা সদরে ১টি ও ৯ উপজেলায় ৯টি ট্রাকে করে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. ইসমাইল হোসেন।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, জেলা সদরে ১টি ও ৯ উপজেলায় ৯টি ট্রাকে করে ন্যায্যমূল্যে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে। আগামী ১০ দিন বিক্রির পর ফলাফল ভালো হলে মোট ৪৫ দিন এই অভিযান চলবে।

পবা উপজেলা পরিষদ চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপস্থি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম জানান, পবা উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের বাস্তবায়নে ও প্রাণি সম্পদ বিভাগের সহযোগিতায় মুরগী, ডিম ও দুধ বিক্রয় করা হচ্ছে। আগামী ১০ দিন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে ট্রাকে করে এসব পন্য বিক্রয় করা হবে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply