শিরোনাম :
মহানগরীতে গাঁজা, ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার – ৪ তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক
মতিহারে বৃদ্ধার হাত পা ভেঙ্গে দিলো দূর্বৃত্তরা

মতিহারে বৃদ্ধার হাত পা ভেঙ্গে দিলো দূর্বৃত্তরা

মতিহারে বৃদ্ধার হাত পা ভেঙ্গে দিলো দূর্বৃত্তরা
মতিহারে বৃদ্ধার হাত পা ভেঙ্গে দিলো দূর্বৃত্তরা

আহম্মদ মোস্তফা শিমুল: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র রাজশাহী নগরীতে এক বৃদ্ধার হাত পা ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা। এ সময় তার ছেলে সবুজকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নগরীর মতিহার থানাধিন মিজানের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃদ্ধার স্বামী ইউসুফ বাদি হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে লিটন নামের এক হামলাকারীরা আটক করেছে।

আটক লিটন ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

বাদির ছেলে শাহিন জানায়, লিটন ও তার ছেলে লেমন জোর পূর্বক তাদের মেহগনি গাছে বিদ্যুতের তার বাধে। এতে বাধা দেয়ায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে লিটন তার স্ত্রী সজেমা বৃদ্ধা বুলুকে মারপিট শুরু করে। একই সময় তাদের অন্যান্য সহযোগীরা জিআই পাইপ, রড দিয়ে বৃদ্ধাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এসময় বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা বৃদ্ধার ছেলে সুবুজ কানে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তিনি আরও বলেন, মামলা দায়েরের পরে মতিহার থানার এসআই শাহবুল লিটন নামের একজনকে আটক করেছে।

জানতে চাইলে এসআই সাহাবুল জানায়, বৃদ্ধা বুলু ও তার ছেলে সবুজকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ব্যাপারে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার অন্যত্তম প্রধান আসামী লিটনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওই এসআই।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply