বাঘায় সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে ৬ দফা দিবস পালন

বাঘায় সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে ৬ দফা দিবস পালন

বাঘায় সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে ৬ দফা দিবস পালন
বাঘায় সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে ৬ দফা দিবস পালন

বাঘা (রাজশাহী ) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে।

সোমবার (৭ জুন ) বিকেল ৫টায় সাবেক ছাত্রলীগ ফোরাম (বাঘা) এর আয়োজনে দিবসটি উপলক্ষে বাঘা শাহদৌলা সরকারি কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাবেক ছাত্রনেতারা ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। আজকের এই দিনটি বাঙ্গালি জাতির অন্যতম এক স্বরনীয়, গুরুত্বপুর্ন ও ঐতিহাসিক দিন ।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন সুরুজ, সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ সালাউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক আনিসুর রহমান , রাসেল, শিমুল, স্বপন সহ আরও অনেকে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply