রাজশাহীতে ইন্ডিয়ান মোবাইল ক্রয় করতে এসে খোয়ালেন লক্ষাধীক টাকা

রাজশাহীতে ইন্ডিয়ান মোবাইল ক্রয় করতে এসে খোয়ালেন লক্ষাধীক টাকা

রাজশাহীতে ইন্ডিয়ান মোবাইল ক্রয় করতে এসে খোয়ালেন লক্ষাধীক টাকা
রাজশাহীতে ইন্ডিয়ান মোবাইল ক্রয় করতে এসে খোয়ালেন লক্ষাধীক টাকা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে চোরায় পথে আসা ইন্ডিয়ান নোকিয়া নোট-৫ মোবাইল ক্রয় করতে এসে লক্ষাধিক টাকা খোয়ালেন বরিশালের ইসরাফিল (২৩) নামের এক যুবক।

প্রতারক হিটলার

আজ সোমবার (১৪ জুন) সকালে নওগাাঁ জেলার মান্দা এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় আকাশ (১৮) নামের এক যুবককে আটক করেছে রাজশাহী বাসটার্মিনাল বক্স পুলিশ।

ভুক্তভোগী ইসলাফিল জানায়, অনলাইন গেম ফ্রিফায়ার খেলতে গিয়ে আকাশের সাথে তার পরিচয় হয়। পরে আকাশ জানায়, বাংলাদেশে যে মোবাইল ৮৫ হাজার টাকা, সে মোবাইল রাজশাহীতে ২৫ হাজার টাকায় পাওয়া যায়।

তার কথামতে ইসরাফিল তার স্ত্রী ও বোনকে সাথে নিয়ে বরিশাল থেকে বগুড়া হয়ে মান্দায় নামেন রাত ৩টার দিকে। সেখানে আকাশ তার বন্ধু হিটলারের বাসায় নিয়ে যায়।

তার বাসায় ৪টি নোট-৫ মোবাইল দিবে বলে তাদের কাছে নগদ ১ লাখ ২৬ হাজার টাকা নিয়ে নেয় আকাশ ও হিটলার। এরপর হিটলার আকাশকে দিয়ে ইসরাফিলদের রাজশাহী পাঠিয়ে দেয় বরিশালের গাড়িতে তুলে দেয়ার জন্য এবং ৪টি মোবাইল নিয়ে হিটলার টার্মিনালে নিয়ে এসে তাদের হাতে দিবে বলে জানায়।

এদিকে হিটলারের আসতে দেরি হওয়ায় তার মোবাইলে যোগাযোগ করে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ সংবাদ লেখা পর্যন্ত আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য টার্মিনাল পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়েছে।

টর্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই নাসির উদ্দিন বলেন, এঘটনায় জড়িত আকাশকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে টাকা নেয়ার কথা। তার পরিবারের লোকদের সাথে কথা বলা হচ্ছে এবং টাকা উদ্ধারেরে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply