অক্সিজেন মাস্ক লাগিয়ে গান শোনা সেই তরুণীর করোনায় মৃত্যু

অক্সিজেন মাস্ক লাগিয়ে গান শোনা সেই তরুণীর করোনায় মৃত্যু

অক্সিজেন মাস্ক লাগিয়ে গান শোনা সেই তরুণীর করোনায় মৃত্যু
অক্সিজেন মাস্ক লাগিয়ে গান শোনা সেই তরুণীর করোনায় মৃত্যু

ডেস্ক নিউজ: মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে গান শুনছেন এক তরুণী। মন ভালো রাখতে হেলেদুলে সেই গানের তালে নিজেকে রাখছেন ব্যস্ত। এই দৃশ্য এক ডাক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়। অনেক মানুষ তার সুস্থতায় প্রার্থনা করেন। কিন্তু সে পর্যন্ত ৩০ বছরের ভারতীয় মেয়েটিকে করোনার কাছে হেরেই যেতে হল।

ভিডিওটি আপ করা চিকিৎসক মনিকা সিংহ জানিয়েছেন, মেয়েটিকে বাঁচানো যায়নি। ১৩ মে করা টুইটে মনিকা লিখেছেন, ‘খুব খারাপ লাগছে। আমরা এক সাহসীকে হারালাম। দয়া করে ওর পরিবারের জন্য প্রার্থনা করুন।‘

এর আগে কভিড আক্রান্ত যুবতীর শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, ‘ওর অবস্থা স্থিতিশীল নয়। আইসিইউ-তে দেওয়া হয়েছে। সবাই প্রার্থনা করুন। নিজেকে খুব অসহায় লাগছে। সব কিছু সৃষ্টিকর্তার হাতে।’

ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে মনিকা লিখেছিলেন, আইসিইউ বেড না পেয়ে অস্থায়ী বেডে মেয়েটিকে অক্সিজেন দেয়া হয়। রেমডিসিভির-সহ আরও কিছু ওষুধে চলছিল তার চিকিৎসা। সূত্র: জি নিউজ

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply