বাঘায় জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

বাঘায় জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

বাঘায় জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ
বাঘায় জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

বাঘা-প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জনগনকে সচেতন করতে জেলা পুলিশের উদ্দ্যাগে মাঠে নেমেছে বাঘা থানা পুলিশ। শনিবার (২৬ জুন) বাঘা পৌরসভার সামনে জেলা পুলিশের উদ্দোগে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় পথচারীদের ও চলন্ত বিভিন্ন যানবাহনের চালক, যাত্রীদের শত ভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করেন এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ।

চিকিৎসকদের মাধ্যমে জানা যায়, করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে কিংবা তার সঙ্গে হাত মেলালেও সংক্রমিত হতে পারে যে কেউ। তাই এ ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। একই সাথে হ্যান্ড সেনিট্রেশন ব্যবহার বাধ্যতা মূলক। এ দিক থেকে যারা মাস্ক বিহীন বাইরে ঘুরে বেড়াচ্ছেন তাদের সতর্ক করতে জেলা পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে বাঘা থানা পুলিশ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, কোভিড-১৯ থেকে বাঁচতে আমরা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় কাজ করে যাচ্ছি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply