নাইজেরিয়ায় ১৪০ পড়ুয়াকে অপহরণ করল বন্দুকবাজ

নাইজেরিয়ায় ১৪০ পড়ুয়াকে অপহরণ করল বন্দুকবাজ

নাইজেরিয়ায় ১৪০ পড়ুয়াকে অপহরণ করল বন্দুকবাজ
নাইজেরিয়ায় ১৪০ পড়ুয়াকে অপহরণ করল বন্দুকবাজ

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ফের এক আবাসিক স্কুলে হানা দিয়ে অন্ততপক্ষে ১৪০ জন পড়ুয়াকে অপহরণ করল জঙ্গিরা। সোমবার রাতে পড়াশোনা শেষ করে যখন ঘুমোচ্ছিল পড়ুয়ারা তখনই অতর্কিতে বেশ কয়েকজন বন্দুকধারী চড়াও হয়ে পড়ুয়াদের তুলে নিয়ে যায়। কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার না করলেও পুলিশের অনুমান অপহরণ কাণ্ডের পিছনে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত রয়েছে। ইতিমধ্যেই অপহৃতদের উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী। যদিও ওই অভিযান নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জার্মান সংবাদমাধ্যম ‘ডয়েচ ভেলে’ জানিয়েছে, সোমবার রাতে উত্তর পশ্চিম নাইজেরিয়ায় ক্যাথলিক মিশনারিদের দ্বারা পরিচালিত আবাসিক স্কুল বেথেল ব্যাপটিস্ট হাই স্কুলে হানা দেয় বন্দুকধারীরা। ওই আবাসিক স্কুলে থাকা অধিকাংশ পড়ুয়াই তখন ঘুমে মগ্ন ছিল। স্কুলের পাঁচিল টপকেই ভিতরে ঢোকে অপহরণকারীরা। আচমকাই গুলি চালাতে শুরু করে তারা। স্থানীয় বাসিন্দারা ওই গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। চি‍ৎকার চেঁচামেচি শুনে বেশ কয়েকজন পড়ুয়ার ঘুম ভেঙে যায়। চোখের সামনে মূর্তিমান যমদের দেখে অনেকেই প্রাণ ভয়ে লুকিয়ে পড়ে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অন্তত ১৪০ পড়ুয়াকে তুলে নিয়ে যায় বন্দুকবাজরা।

যে আবাসিক স্কুলে ওই ঘটনা ঘটেছে সেখানকার শিক্ষক ইমানুয়েল পল সংবাদমাধ্যমকে জানান, হামলার সময় ২৬ জন শিক্ষার্থী লুকিয়ে গেলে তারা বন্দুকধারীদের হাত থেকে রক্ষা পায়। বাকিরা অপহৃত হয়েছে। হামলাবাজদের কাউকেই চেনা যায়নি। পড়ুয়াদের অপহরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আবাসিক স্কুলের শিক্ষকদের কাছ থেকে অপহরণকারীদের বর্ণনা শুনেই বিশেষ অভিযান শুরু করে দেয়।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply