রামেক হাসপাতালেই করোনা রোগীর সব পরীক্ষা হবে

রামেক হাসপাতালেই করোনা রোগীর সব পরীক্ষা হবে

রামেক হাসপাতালেই করোনা রোগীর সব পরীক্ষা হবে
রামেক হাসপাতালেই করোনা রোগীর সব পরীক্ষা হবে

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সব পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই করা হবে বলে জনিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সকল রোগীরা হবে এই হাসপাতালের কাছে ভিআইপি।

রোববার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজ থেকেই করোনা রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই করা হবে। এজন্য রোগীদের আর হাসপাতালের বাইরে যেতে হবে না।’

তিনি বলেন, ‘শধু তাই নয়, শিগগিরই হাসপাতালে ভর্তি রোগীদের সব প্যাথলজিক্যাল টেস্ট হাসপাতালের প্যাথলজি বিভাগেই করা হবে। এজন্য হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আউটডোর, ইনডোর, ওয়ান স্টপ সার্ভিস এবং কার্ডিয়াক প্যাথলজি নামে চারটি পৃথক প্যাথলজি সেবা চালু করা হবে।’

‘রোগীদের যাতে ছুটোছুটি করতে না হয়, সেজন্য হাসপাতালের ওয়ার্ডগুলোতে স্থাপন করা হবে কালেকশন পয়েন্ট। যেখান থেকে রোগী বা স্বজনরা সব তথ্য সংগ্রহ করতে পারবেন। আবার যদি কোনো গুরুতর রোগী বেড থেকে উঠে টেস্ট করতে না পারেন, সেক্ষেত্রেও তাদের বেড থেকেই স্যাম্পল কালেকশন করে টেস্ট করার ব্যবস্থা করা হবে’ বলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, ‘এনিয়ে আজ সকালে রামেকের প্রতিটি বিভাগের চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই আমরা রামেক হাসপাতালে উন্নতসেবা প্রদান করব। যেখানে রোগী হবে ভিআইপি।’

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply