রাজশাহীতে বিপুল পরিমান হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে বিপুল পরিমান হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে বিপুল পরিমান হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহীতে বিপুল পরিমান হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান হেরোইনসহ মোঃ আবু হায়াত অরফে শিমন (২০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
সোমবার বিকেল সাড়ে ৫টায় দামকুড়া থানাধীন আলিমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ৩৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ আবু হায়াত অরফে শিমন (২০) পেশায় একজন অটোচালক। সে নগরীর উপকন্ঠ দামকুড়া থানাধিন হরিপুর দরগাপাড়া গ্রামের মোঃ মাইনুদ্দিনের ছেলে।
র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া
ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী গোদাগাড়ীর দিক হইতে এক জন মাদক কারবারী অটোরিক্সাযোগে হেরোইন নিয়ে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে মহানগরীর দামকুড়া থানাধীন আলিমগঞ্জ ন্যাশনাল ফিলিং স্টেশনের পূর্ব পার্শ্বে রাজশাহী টু গোদাগাড়ী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করা হয়। চেকপোষ্ট পরিচালনাকালে গোদাগাড়ীর দিক থেকে আসা যাত্রীবিহীন একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ঘটনাস্থলে পৌছালে সিগন্যাল দিয়ে থামানো মাত্রই অটো রিক্সাচালক কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
এ ব্যপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply