শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
নগরীর পদ্মা পাড়ে নারী কাউন্সিলরের কার্যালয়ে সাপ

নগরীর পদ্মা পাড়ে নারী কাউন্সিলরের কার্যালয়ে সাপ

নগরীর পদ্মা পাড়ে নারী কাউন্সিলরের কার্যালয়ে সাপ
নগরীর পদ্মা পাড়ে নারী কাউন্সিলরের কার্যালয়ে সাপ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নগরীর পদ্মা পাড়ে ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলরের কার্যালয়ে ঢুকেছে পদ্মা থেকে ভেসে আসা সাপ। সাপটি দেখে পিটিয়ে মারেন স্থানীয়রা।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নারী কাউন্সিলরের চেম্বারে সাপটি প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবক জানান, গতকাল সোমবার রাতে ঘটনাস্থলে তারা কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় সাপটিকে নারী ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখেন তারা। এরপর তারা আশপাশ থেকে কয়েকটি লাঠি যোগাড় করে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। ওই সময় কার্যালয়ে কেউ ছিলেন না। পরে তারা নারী ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানান।

সাপের উপদ্রব ও আতঙ্কের বিষয়টি জানিয়ে তারা বলেন, সাপটির শরীরে ডোরাকাটা দাগ ছিল। সাপটি তেমন পরিচিত নয়, একেবারেই বাইরের প্রজাতির।

তবে স্থানীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইন্টারনেট ঘেঁটে জানান, এই সাপটির নাম ‘কালাচ’। আবার এক স্থানীয় বৃদ্ধ সাপটির নাম ‘ডারাস’ বলে জানালেন। এমন নানা প্রজাতির সাপই পদ্মার পানিতে ভেসে এসে লোকালয়ে ঢোকার চেষ্টা করছে। এরকম প্রতিদিনই দুই-তিনটি করে এমন সাপ মারা হচ্ছে। এগুলোর মধ্যে রাসেল ভাইপারের সংখ্যাই বেশি বলে জানান স্থানীয়রা।

তারা আরও বলেন, বর্ষার পানি বৃদ্ধির কারণে এলাকায় সাপের উপদ্রব অনেক বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে এলাকায় মানুষেরা বেশ আতঙ্কেই দিন কাটাচ্ছেন, বিশেষ করে রাতের বেলায়।

এ বিষয়ে নারী ওয়ার্ড কাউন্সিলর লাইলি বেগম বলেন, বর্ষা এলেই এলাকায় সাপের উপদ্রব খুব বেড়ে যায়। নদী তীরবর্তী মানুষের বাড়িগুলোতে সাপ ঢুকে যায়। এ নিয়ে বেশ আতঙ্কেই দিন কাটছে আমাদের। তবে এ সময় সাবধান থাকা ছাড়া উপায় নেই।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply