মন্ত্রনালয়ের তদন্ত চলমান থাকাবস্থায় আদালতে মামলা করলেন শিক্ষা বোর্ড সচিব

মন্ত্রনালয়ের তদন্ত চলমান থাকাবস্থায় আদালতে মামলা করলেন শিক্ষা বোর্ড সচিব

মন্ত্রনালয়ের তদন্ত চলমান থাকাবস্থায় আদালতে মামলা করলেন শিক্ষা বোর্ড সচিব
মন্ত্রনালয়ের তদন্ত চলমান থাকাবস্থায় আদালতে মামলা করলেন শিক্ষা বোর্ড সচিব

স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অপ্রীতিকর ঘটনায় মন্ত্রনালয়ের তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতে দুইজন কর্মকর্তাকে বিবাদী করে মামলা করেছেন সচিব মোয়াজ্জেম হোসেন।

এ মামলায় বিবাদী করা হয়েছে, বোর্ডের উপ-সচিব (প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন ও উপ-পরিক্ষা নিয়ন্ত্রক মো. মুঞ্জুর রহমান খাঁনকে। গত ১৭ অক্টোবর রাজশাহী আমলী আদালতে এ মামলা করেন মোয়াজ্জেম হোসেন। মামলা নম্বর-৩০৯/সি।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও আন্ত: শিক্ষা বোর্ডের সভাপতি মো. নেহাল আহমেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির কার্যক্রম চলমানবস্থায় রাজশাহী শিক্ষা বোর্ড সচিব কর্তৃক বোর্ড চেয়ারম্যানের অনুমতি ব্যাতিরেকে দুইজন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করায় আলোচনা ও সমালচনার সৃষ্টি হয়েছে বোর্ড জুড়ে।

এ ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. মকবুল হোসেন বলেন, দুইজন কর্মকর্তার বিরুদ্ধে মামলার ঘটনা আমি শুনেছি। তবে আমার অনুমতি না নিয়ে তিনি নিজ উদ্যোগে বিজ্ঞ আদালতে মামলা করেছেন। তিনি আরো বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত চলমানবস্থায় মামলা করাকে আমি সমীচীন মনে করিনা।

মামলার বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ড সচিব মো. মোয়জ্জেম হোসেনের মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply