অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত
অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।

তিনি জানান, নগর ভবন হতে বর্নালী মোড় হয়ে ঘোড়াচত্তর হয়ে বহরমপুর হয়ে বাইপাস হয়ে কোর্ট স্টেশন হয়ে মোল্লাপাড়া হয়ে লিলি সিনেমা হলের মোড় হয়ে পুনরায় বর্নালী মোড় হয়ে ঘোড়াচত্ত্বর হয়ে বহরমপুর বাইপাস হয়ে নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রাস্তার ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়। অভিযানে ১৫টি মামলা দায়ের করে ৩১ হাজার ৫শত টাকা অর্থদ- আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply