ফেসবুকে অস্ত্র হাতে হত্যার হুমকিদাতা সেই সোহাগ গ্রেফতার ভিডিও

ফেসবুকে অস্ত্র হাতে হত্যার হুমকিদাতা সেই সোহাগ গ্রেফতার ভিডিও

ফেসবুকে অস্ত্র হাতে হত্যার হুমকিদাতা সেই সোহাগ গ্রেফতার ভিডিও
ফেসবুকে অস্ত্র হাতে হত্যার হুমকিদাতা সেই সোহাগ গ্রেফতার ভিডিও

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও সটগান ও ধারালো চাকু দিয়ে হত্যার হুমকিদাতা মোঃ সোহাগ রেজাকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতার মোঃ সোহাগ রেজা মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম কোর্ট বাজার এলাকার মোঃ ফারুকের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর), গোলাম রুহুল কুদ্দুস।

তিনি জানান, গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিন টায় সোহাগ রেজা নামের একটি ফেসবুকের মাধ্যমে সটগান ও ধারালো চাকু হাতে প্রদর্শনসহ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের হত্যার হুমকি প্রদান করে।

এ ঘটনার প্রেক্ষিতে ১নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র-২ রজব আলীর ছোট ভাই নাহিদ আক্তার নাহান এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ নভেম্বর ২০২১ কাশিয়াডাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজ হওয়া পরপরই তৎপরতা শুরু করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশসহ আরএমপি’ সাইবার ক্রাইম ইউনিট। আসামীদের অবস্থান সনাক্ত করে গ্রেফতারে অভিযানে নামে তারা।

পরবর্তীতে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে কাশিয়াডাঙ্গা থানার এসআই মোঃ তাজউদ্দিন আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স এবং সাইবার ক্রাইম ইউনিটের এএসআই মোঃ সাইফুল ইসলামের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এবং হুমকিদাতা মোঃ সোহাগ রেজাকে গ্রেফতার করে।

পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply