শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
বাঘায় রা‌সিক মেয়রকে দেয়া অ‌ভিনন্দন ব্যানার ছিঁড়ে ফেলায় ফেসবু‌কে নিন্দার

বাঘায় রা‌সিক মেয়রকে দেয়া অ‌ভিনন্দন ব্যানার ছিঁড়ে ফেলায় ফেসবু‌কে নিন্দার

বাঘায় রা‌সিক মেয়রকে দেয়া অ‌ভিনন্দন ব্যানার ছিঁড়ে ফেলায় ফেসবু‌কে নিন্দার
বাঘায় রা‌সিক মেয়রকে দেয়া অ‌ভিনন্দন ব্যানার ছিঁড়ে ফেলায় ফেসবু‌কে নিন্দার

বাঘা প্রতি‌নিধি: রাজশাহী সি‌টি ক‌র্পো‌রেশ‌নের (রা‌সিক) মেয়র ও জাতীয় নেতা শহীদ কামরুজ্জামা‌নের উত্তররসরি (ছে‌লে ) এ এইচ এম খাইরুজ্জামান লিটন বাংলা‌দেশ আওয়ামীলী‌গের সভাপ‌তি মন্ড‌লির সদস‌্য হওয়ায় তাঁকে দেয়া অ‌ভিনন্দন ব‌্যানার ছি‌ঁ‌ড়ে ফে‌লে‌ছে দুর্বৃত্তরা ।

সোমবার (২২ ন‌ভেম্বর) দিবাগত রা‌তে এ ঘটনা ঘ‌টে। জানা যায়, সোমবার বি‌কে‌লে বাঘা উচ্চ বিদ‌্যালয় গেট সহ পৌরসভার গুরুত্তপুর্ন বাজার ও মোড় গু‌লো‌তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বলিত রা‌সিক মেয়র খায়রুজ্জামান লিটন কে দেয়া সাবেক মেয়র ও রাজশাহী জেলা আওয়ামীলী‌গের অন‌্যতম সদস‌্য আক্কাছ আলীর অ‌ভিনন্দন ব্যানার টানা‌নো হয় । প‌রে কে বা কারা রা‌তের আঁধা‌রে বাঘা উচ্চ বিদ‌্যাল‌য়ের সাম‌নে টানা‌নো অ‌ভিনন্দন ব‌্যানার‌টি ছি‌ঁড়ে ফেলে।

পর‌দিন আজ মঙ্গলবার বিষয়‌টি উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি মাইনুল ইসলাম মুক্তাসহ আরও অ‌নে‌কেই ছেঁড়া ব‌্যানার দেখ‌তে পায়। প‌রে এ বিষয় নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে নিন্দার ঝড় উ‌ঠে । নে‌টি‌জেনরা এটা‌কে জঘন‌্যতম ও ষড়যন্ত্রমুলক কাজ উ‌ল্লেখ ক‌রে অপরা‌ধি‌দের ধ‌রে দৃষ্টান্তমুলক শা‌স্তির দা‌বি তো‌লেন।

mukta pq নামক আই‌ডি থে‌কে পোষ্ট করা হয়, “এ‌টি একটি রাজনৈতিক প্রতিহিংসা । এটা রাজনীতির অংশ না, অপঃরাজনীতির অংশ । চাইলেই কেউ খায়রুজ্জামান লিটনের মত হতে পারবে না আবার চাইলেও কেউ আক্কাছ আলীর মত হতে পারবে না। উপরে ওঠার সবচেয়ে বড় পন্থা হলো, সৎ ও নির্ভীক হওয়া। বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সিটি মেয়র খায়রুজ্জামান লিটন ভাই ও সাবেক মেয়র আক্কাছ চাচার ছবি সম্বলিত ব্যানারটি গতকাল টাংগানো ছিল আজ ভেঙ্গে ফেলেছে কে বা কাহারা।”

Md emon mahamud মন্তবে লি‌খেন, “ব্যানার ফিস্টন ছিড়ে জনপ্রিয় ব্যক্তির জনপ্রিয়তা কমানো যায় না।”

ব‌্যানার ছেড়ার বিষয়ে সা‌বেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম শ‌্যাম্পু বলেন, ব‌্যানার ছেঁড়া একটি ছোটলোকি কাজ। ব‌্যানার ছেঁড়ার মাধ্যমে এলাকায় সংঘাতময় প‌রিস্থিতি তৈরী হয়।

আ‌রেক ছাত্রনেতা ব‌লেন, সা‌বেক মেয়র আক্কাছ আলী এই জনপ‌দের সব‌চে‌য়ে জন‌প্রিয় নেতা। তাঁর জন‌প্রিয়তায় ঈর্শ্বা‌ম্বিত হ‌য়ে কোন পথভ্রষ্ট নিচু ম‌নের ব‌্যা‌ক্তি এ কাজ ক‌রে থাক‌তে পা‌রে। ত‌বে যেই করুক, এটা চরম ধৃষ্ঠতা । কারন ব‌্যানা‌রে শুধু আক্কা‌ছের ছ‌বি নেই, সেখা‌নে রা‌সিক মেয়র লিটনসহ প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছ‌বি র‌য়ে‌ছে।

উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ব‌লেন, রা‌সিক মেয়র শুধু রাজশাহীর নয়, সমগ্র উত্তর ব‌ঙ্গের গর্ব। তাঁ‌কে অ‌ভিনন্দন দেয়া ব‌্যানার ছি‌ড়ে ফেলা চরম ধৃণ্ঠতা ও ন‌্যাক্কারজনক কাজ। সর্বোপ‌রি সেখা‌নে আমা‌দের প্রানপ্রীয় নেত্রী ও হাজার বছ‌রের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর ছ‌বি স‌ম্বি‌লিত র‌য়ে‌ছে। সেই ব‌্যানার য‌দি কেউ ছি‌ড়ে থা‌কে তাহ‌লে শনাক্ত ক‌রে সাংগঠ‌নিক ও আই‌নি ব‌্যবস্থা নেয়া হ‌বে।

এ বিষ‌য়ে বাঘা থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) সাজ্জাদ হো‌সেন ব‌লেন, এ বিষ‌য়ে এক‌টি মৌ‌খিক অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি। দুস্কৃত‌দের শনা‌ক্তের জন‌্য তদন্ত চল‌ছে ।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply