মাথায় ইট পড়ে রামেকে নির্মান শ্রমিকের মৃত্যু

মাথায় ইট পড়ে রামেকে নির্মান শ্রমিকের মৃত্যু

মাথায় ইট পড়ে রামেকে নির্মান শ্রমিকের মৃত্যু
মাথায় ইট পড়ে রামেকে নির্মান শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের ৫ম তালার ছাদ থেকে মাথায় ইটপড়ে নাজিম উদ্দীন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় নিচ থেকে উপরে ইট উঠানোর সময় ছাদ থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

নিহত নাজিম উদ্দীন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাড়ায়িল গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগরীর রাজপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম। তিনি জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি নতুন নির্মাণাধীন ভবনে ইট তোলার সময় মাথায় ইট পড়ে নাজিম উদ্দীন নামে এক নির্মানা শ্রমিক গুরুতর আহন হন। পরে তাকে উদ্ধার করে রামেকের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

এ ব্যপারে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply