শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
১৯ নং ওয়ার্ডের চলমান কাজের আরো একটি রাস্তার কার্পেটিং উদ্বোধন

১৯ নং ওয়ার্ডের চলমান কাজের আরো একটি রাস্তার কার্পেটিং উদ্বোধন

১৯ নং ওয়ার্ডের চলমান কাজের আরো একটি রাস্তার কার্পেটিং উদ্বোধন
১৯ নং ওয়ার্ডের চলমান কাজের আরো একটি রাস্তার কার্পেটিং উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাসিকের ১৯ নং ওয়ার্ড শিরোইল কলোনি সাড়ে তিন নম্বর গলি সাবেক কাউন্সিলর টিটু‘র বাসভবন হতে কাজী আনোয়ারুল ইসলামের বাড়ি পর্যন্ত কার্পেটিং সড়কের ১৫০ মিটার কাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার সময় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এ রাস্তার উদ্বোধন করেন। রাস্তা কার্পেটিং করায় সাাড়ে ৩ নং গলির স্থানীয় বাসিন্দা জামাল, কামরুদ্দিন, সাংবাদিক বিশাল, ব্যবসায়ী জালাল, মুস্তফা, সালাউদ্দিন ও সেরাজুল ইসলাম কাুউন্সিলর সুমনকে ধন্যবাদ জানান। তারা বলেন, এ রাস্তা বর্ষা মৌসমে বৃষ্টির পানিতে হাটু জল হয়ে যায়। রাস্তা কার্পেটিং এর পাশা পাশি ড্রেনের গভিরতা বৃদ্ধি পেলে হয়ত এ ভোগান্তি থেকে রক্ষা পেতাম। অন্যদিকে কাউন্সিরর সুমনের প্রশংসা করে স্থানীয়রা বলেন, ১৯ নং ওয়ার্ড এ ব্যাপক কাজ হচ্ছে। পরবর্তি নির্বাচনে সুমনকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবাান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমন হাসান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আলমতি শরাফুদ্দীন,সহকারী প্রকৌশলী মোঃ নিবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নান্নু কাজী, শিরোইল কলোনি বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, বেতার শিল্পী তোজাম্মেল হোসেন কাওয়াল, শিক্ষক মোঃ ময়েন উদ্দিন, আফজাল হোসেন, মোঃ হযরত আলী, ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সাল প্রমুখ। ওয়ার্ড বাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন এর নির্বাচনী প্রতিশ্রুতি পুরুনে ইতিমধ্যেই মহানগরীর প্রতিটি ওয়ার্ডের ন্যায় ১৯ নং ওয়ার্ড এ ব্যাপক উন্নয়ন চলমান আছে। এ ব্যাপারে কাউন্সিলর সুমন বলেন তাদের আগামী ১ বছরের মধ্যেই ওয়ার্ড এলাকার সকল রাস্তা ও ড্রেনের উন্নয়ন বাস্তবায়ন হবে। একযোগে ৫ টি ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃক দ্রুত অবকাঠামো উন্নয়ন কাজ চলমান। এছাড়াও প্রায় প্রতিনিয়তই কাজ গুলো র মান সঠিকভাবে সম্পন্নকরণে রাসিকের প্রকৌশল দপ্তর ও আমি নিজেই তদারকি করে থাকি। অতিদ্রুত চাহিদা মোতাবেক বরাদ্ধ প্রদান করায় কাউন্সিলর সুমন মাননীয় মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply