শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়
পাকিস্তানের রিজওয়ান ও ভারতের পূজারা একই দলে

পাকিস্তানের রিজওয়ান ও ভারতের পূজারা একই দলে

পাকিস্তানের রিজওয়ান ও ভারতের পূজারা একই দলে
পাকিস্তানের রিজওয়ান ও ভারতের পূজারা একই দলে

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে ভারত ও পাকিস্তান চিরশক্র ও প্রতিদ্বন্দ্বী দুই দেশ। এই দু’দেশের দুই ক্রিকেটার চেতেশ্বর পূজারা ও মোহাম্মদ রিজওয়ানের মেলবন্ধন হয়েছে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে। ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় সারির এ লিগটিতে সাসেক্সের হয়ে খেলছেন তারা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সতীর্থ হিসেবে রিজওয়ান ও পূজারা সাসেক্সের হয়ে খেলতে নেমেছেন। ডার্বিশায়ারের বিপক্ষে টস হেরে ফিল্ডিং পেয়েছে তাদের দল।

স্বপ্নের মতো এক বছর কাটিয়ে গত বছরের ডিসেম্বরে সাসেক্সের সঙ্গে চুক্তি করেন রিজওয়ান। কাউন্টি ছাড়াও তার টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার কথা রয়েছে। সাসেক্সে রিজওয়ান খেলছেন মূলত বেন ব্রাউনের জায়গায়। অনুরোধ করে ব্রাউনের সঙ্গে চুক্তি বাতিল করে রিজওয়ানকে নিয়েছিল দলটি। চুক্তি করার পর রিজওয়ান বলেছিলেন, ‘আমি ঐতিহাসিক সাসেক্সের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত। আমি এই ক্লাব সম্পর্কে অতীতে অনেক ভালো কিছু শুনেছি। মনে হয় এটা সব সময় আমার কাছের কিছু।’

২০২১ সালটি মোহাম্মদ রিজওয়ানের জন্য ছিল স্বপ্নের মতো। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন তিনি। এ বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে দুই হাজার রান করার রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই ব্যাটার। সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৭০.২৫ গড়ে তিনি করেন ২৮১ রান, স্ট্রাইকরেট ১২৭.৭২।

অন্যদিকে আইপিএলে দল না পাওয়া পূজারা গত মার্চে সাসেক্সের সঙ্গে চুক্তি করেন। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের জায়গায় সুযোগ পান তিনি। হেড সাসেক্সকে অনুরোধ করেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। কারণ, তার আন্তর্জাতিক দায়বদ্ধতা বাড়ছে। এর পাশাপাশি ট্রাভিসের পার্টনার সন্তানসম্ভবা। তারা প্রথম সন্তানের জন্মের অপেক্ষায়।

চুক্তি করে উচ্ছ্বসিত পূজারা বলেছিলেন, ‘আসন্ন মৌসুমে আমি সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলব। এই ক্লাবের অংশ হতে পেরে রোমাঞ্চিত ও সম্মানিত। সাসেক্স পরিবারের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। এই ক্লাবের ক্রিকেটীয় ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ইংল্যান্ডে বিগত বছরে কাউন্টি খেলা আমি উপভোগ করেছি। নতুন অধ্যায় শুরু করতে তর সইছে না। আশা করি, ক্লাবের সাফল্যে অবদান রাখতে পারব।’

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply