শিরোনাম :
ফ্রিজ়ে রাখা দুধ গরম করলেই ছানা হয়ে যায়! ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নতুন ৫ খাবার গোপন করেছিলেন বিয়ে, প্রেমে পড়েছিলেন সহ-অভিনেত্রীর, বহুকামিতা নিয়ে প্রচারে থাকেন বলি নায়িকা ‘আল্লার কাছে পাঠিয়ে দেব’, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোগানের বার্তা রাশিয়ার পরে এ বার আইএসের হানা গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ায়, বিস্ফোরণ, গুলিতে নিহত অন্তত ১১ রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্টারের বিরুদ্ধে মামলা করলো দুদক পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬ বিশ্বসুন্দরীমঞ্চে এই প্রথম মুসলিমবিশ্বের প্রতিনিধি… দেখে নিন আপনি বুদ্ধিমান কী না! দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
সোনমের বাড়ি থেকে লুঠ হওয়া গয়না কিনেছিলেন অলঙ্কার ব্যবসায়ী?জামিন পেলেন না অলঙ্কার ব্যবসায়ী

সোনমের বাড়ি থেকে লুঠ হওয়া গয়না কিনেছিলেন অলঙ্কার ব্যবসায়ী?জামিন পেলেন না অলঙ্কার ব্যবসায়ী

সোনমের বাড়ি থেকে লুঠ হওয়া গয়না কিনেছিলেন অলঙ্কার ব্যবসায়ী?জামিন পেলেন না অলঙ্কার ব্যবসায়ী
সোনমের বাড়ি থেকে লুঠ হওয়া গয়না কিনেছিলেন অলঙ্কার ব্যবসায়ী?জামিন পেলেন না অলঙ্কার ব্যবসায়ী

তামান্না হাবিব নিশু: সোনমের শ্বশুর হরিশ অহুজার বাড়ি থেকে নগদ ও গয়নাগাঁটি মিলিয়ে প্রায় দু’কোটি খোয়া গিয়েছে। গত সপ্তাহে চুরিতে জড়িত সন্দেহে ওই বাড়িতে কর্মরত এক নার্স ও তাঁর স্বামীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। অভিযোগ, সেই চোরাই গয়না কিনেছেন অলঙ্কার ব্যবসায়ী দেব বর্মা।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, বলিউড অভিনেত্রী সোনম কপূরের বাড়ি থেকে চুরি যাওয়া গয়নাগাঁটি কিনেছিলেন তিনিই। দেব বর্মা নামে দিল্লির ওই অলঙ্কার ব্যবসায়ীর জামিনের আবেদন খারিজ করলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাঁর বক্তব্য, বেশ কিছু চোরাই গয়নার হদিশ মেলেনি এখনও। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের অবস্থানেই সায় দিয়েছে আদালত।

গত ২৩ ফেব্রুয়ারি চুরির অভিযোগ দায়ের করা হয় সোনম কপূরের শ্বশুরবাড়ির তরফে। অভিযোগে বলা হয়, দিল্লির অমৃতা শেরগিল মার্গে সোনমের শ্বশুর হরিশ অহুজার বাড়ি থেকে নগদ ও গয়নাগাঁটি মিলিয়ে প্রায় দু’কোটি খোয়া গিয়েছে।

গত সপ্তাহে চুরিতে জড়িত সন্দেহে ওই বাড়িতে কর্মরত এক নার্স ও তাঁর স্বামীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তদন্তে জানা যায়, চোরাই গয়না বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ, সেই গয়নাই কিনেছেন অলঙ্কার ব্যবসায়ী দেব বর্মা।

দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০টি হিরে, ৬টি সোনার চেন, হিরের বালা, ব্রেসলেট, দু’টি কানের দুল এবং একটি পিতলের মুদ্রা মিলিয়ে প্রায় এক কোটি টাকার বেশি মূল্যের গয়নাগাঁটি। পুলিশের দাবি, এ সবই অহুজা পরিবারের খোয়া যাওয়া গয়না।

দেব বর্মার আইনজীবীর পাল্টা যুক্তি, ৩০ বছরের বেশি সময় ধরে অলঙ্কার ব্যবসায় রয়েছে তাঁর মক্কেলের পরিবার। তাঁর কাছ থেকে গয়না পাওয়া মানেই তা অহুজাদের বাড়ি থেকে চুরি যাওয়া অলঙ্কার, এমনটা ধরে নেওয়ার অর্থ নেই।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply