শিরোনাম :
ফ্রিজ়ে রাখা দুধ গরম করলেই ছানা হয়ে যায়! ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নতুন ৫ খাবার গোপন করেছিলেন বিয়ে, প্রেমে পড়েছিলেন সহ-অভিনেত্রীর, বহুকামিতা নিয়ে প্রচারে থাকেন বলি নায়িকা ‘আল্লার কাছে পাঠিয়ে দেব’, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোগানের বার্তা রাশিয়ার পরে এ বার আইএসের হানা গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ায়, বিস্ফোরণ, গুলিতে নিহত অন্তত ১১ রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্টারের বিরুদ্ধে মামলা করলো দুদক পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬ বিশ্বসুন্দরীমঞ্চে এই প্রথম মুসলিমবিশ্বের প্রতিনিধি… দেখে নিন আপনি বুদ্ধিমান কী না! দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে দেওয়া মোহাম্মদ আমির ফিরছেন সাদা পোশাকে

পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে দেওয়া মোহাম্মদ আমির ফিরছেন সাদা পোশাকে

পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে দেওয়া মোহাম্মদ আমির ফিরছেন সাদা পোশাকে
পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে দেওয়া মোহাম্মদ আমির ফিরছেন সাদা পোশাকে

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে দেওয়া মোহাম্মদ আমির ফিরছেন সাদা পোশাকের ক্রিকেটে। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য গ্লুচেস্টারশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। খবর ক্রিকেট পাকিস্তানের।

আমিরের কপাল খুলেছে তার স্বদেশি নাসিম শাহ কাঁধের ইনজুরিতে পড়ায়। আগামী এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন নাসিম। ফলে ২৮ এপ্রিল সারের বিপক্ষে অভিষেক হবে আমিরের। এরপর তার আরও খেলার কথা রয়েছে হ্যাম্পশায়ার ও সমারসেটের বিপক্ষে।

চুক্তি করে আমির বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ দারুণ একটি প্রতিযোগিতা। গ্লুচেস্টারশায়ারের হয়ে মাঠে নামতে তর সইছে না আমার। আমি ইংলিশ কন্ডিশনে খেলতে ভালোবাসি। খুব ভালো অনুভব করছি। আশা করছি দলের হয়ে ভালো পারফর্মও করতে পারব।’

আমিরকে দলে ভিড়িয়ে গ্লুচেস্টারশায়ারের পারফরম্যান্স ডিরেক্টর স্টিভ স্নেল বলেন, ‘আমিরের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা খুব খুশি। নাসিম শাহ কয়েক সপ্তাহের জন্য ছিটকে পড়েছে। আমির কোয়ালিটি বোলিং এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা দিয়ে আমাদের দলকে প্রথম শ্রেণির প্রতিযোগিতায় শক্তিশালী করতে পারবে।’

কাউন্টি চ্যাম্পিয়নশিপের আগেও খেলেছেন আমির। ২০১৭ ও ২০১৯ সালে দুই মেয়াদে অ্যাসেক্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। প্রথম মেয়াদে তিনি স্বাদ নিয়েছেন শিরোপার। অ্যাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি সব মিলিয়ে শিকার করেছেন ২৮ উইকেট।

৩০ বছর বয়সী আমির দেশের হয়ে ৩৬ টেস্ট ৬১ ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১১৯, ওয়ানডেতে ৮১ ও টি-টোয়েন্টিতে ৫৯ উেইকেট শিকার করেছেন তিনি। সবশেষ তাকে প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা গেছে ২০১৯ সালে।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply