শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
কংগ্রেসের প্রার্থী হয়েছেন বলিউড নায়িকা উর্মিলা

কংগ্রেসের প্রার্থী হয়েছেন বলিউড নায়িকা উর্মিলা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর মুম্বই থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন বলিউড নায়িকা উর্মিলা মাতন্ডকর৷ আর প্রার্থী হয়ে তিনি সমর্থন পেয়ে গেলেন শ্রমিক সংগঠনগুলির কারণ উর্মিলার বাবা ছিলেন ব্যাংকের ট্রেড ইউনিয়ন নেতা৷ এদিকে শ্রমিক সংগঠনগুলির কাছ থেকে এভাবে সমর্থন পেতে দেখে অভিভূত উর্মিলা৷

প্রতিক্রিয়ায় উর্মিলা জানান, শ্রমিক ইউনিয়নের এমন আচরণে তাঁর মনকে ভীষণ ভাবে ছুঁয়ে গিয়েছে৷ এই প্রসঙ্গে উর্মিলা মনে করান , শ্রমিক সংগঠনে তাঁর বাবা শ্রীকান্ত মাতন্ডকরের অবদানের কথা বিশেষত তিনি ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন ( এআইবিইএ)-এর নেতা৷

শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ – ট্রেড ইউনিয়ন জয়েন্ট অ্যাকশন কমিটি ( মহারাষ্ট্র) উর্মিলাকে সমর্থনের কথা জানিয়েছে৷ ট্রেড ইউনিয়ন জয়েন্ট অ্যাকশন কমিটি-র আহ্বায়ক বিশ্বাস উতাঙ্গির বক্তব্য, গ্রিনলেজ ব্যাংকে কাজ করার সময় উর্মিলার বাবা ছিলেন এআইবিইএ নেতা৷ তিনি ছিলেন গোঁড়া সমাজবাদী এবং রাষ্ট্রীয় সেবা দলের সঙ্গে যুক্ত ছিলেন৷ তিনি শুধু আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নিতেন এমন নয় আর্থিক ভাবেও সহায়তা করতেন৷

তাছাড়া উর্মিলাকে দেখা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে উদ্যোগ নিতে৷ ফলে তাঁর প্রতি সমর্থন জানান হচ্ছে শ্রমিক বিরোধী বিজেপি প্রার্থীকে পরাজিত করার জন্য৷ এই প্রসঙ্গে উতাঙ্গি মনে করান,অল ইন্ডিয়া ইউমেন ব্যাংক ইউনিয়ন এমপ্লয়িজ ইউনিয়নের প্রথম সম্মেলনে বিশেষ অতিথি রূপে হাজির ছিলেন উর্মিলা৷ তাই তাদের সমস্ত সদস্যকে আবেদন জানান হচ্ছে, বিজেপি-কে হারানোর জন্য৷

তাছাড়া শ্রমিক বিরোধী বিজেপি-কে হারাতে ১এপ্রিল যৌথভাবে সাংবাদিক সম্মেলন করবে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি ৷ সেদিন আইএনটিইউসি, সিটু , এআইটিউসি শ্রমিক মহাসংঘ এবং টিইউসিআই সহ আরও কয়েকটি শ্রমিক সংগঠন থাকবে৷

উর্মিলা জানান, বাবা ব্যাংক কর্মী সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন এবং ঠিক তারই মতো তিনিও কর্মীদের আশা আকাঙ্খা নিয়ে প্রতিনিধিত্ব করবেন৷ তাঁর চোখে, এটা খুবই আনন্দের যে সমাজের প্রতি ক্ষেত্র থেকে সমর্থন পাওয়া যাচ্ছে ৷ শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান এবং ব্যক্তিগত ভাবে শ্রমিক নেতাদের ধন্যবাদ জানান৷ উর্মিলা অভিমত, এই ভোটের সময় তারকা হল ভোটারা আর তিনি ভোটারদের জন্যই কাজ করতে চান৷

মতিহার বার্তা ডট কম  ৩১ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply