শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
পেলিকান পাখিটির ৩০ বছর বন্দি অবস্থায় একাকিত্ব জীবন বিশেষজ্ঞরা বললেন “এটা অমানবিক”

পেলিকান পাখিটির ৩০ বছর বন্দি অবস্থায় একাকিত্ব জীবন বিশেষজ্ঞরা বললেন “এটা অমানবিক”

পেলিকান পাখিটির ৩০ বছর বন্দি অবস্থায় একাকিত্ব জীবন বিশেষজ্ঞরা বললেন “এটা অমানবিক”
পেলিকান পাখিটির ৩০ বছর বন্দি অবস্থায় একাকিত্ব জীবন বিশেষজ্ঞরা বললেন “এটা অমানবিক”

মঈন উদ্দীন: রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় খাঁচায় বন্দি পরিযায়ী পাখি পেলিকান ৩০ বছর ধরে বন্দি অবস্থায় নি:সঙ্গ জীবন-যাপন করায় এখন অনেকটা খাওয়া-দাওয়াই বন্ধ করে দিয়েছে পাখিটি। পাখি বিশেষজ্ঞরা বলছেন, পাখিকে খাঁচায় বন্দি করে রাখার মত অমানবিক কাজ আর হতে পারে না।

শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে, ৩০ বছর ধরে এটি নি:সঙ্গ জীবন-যাপন করায় খাঁচার মধ্যেই অনেকটা চুপষে গেছে। নেই কোন নড়াচড়া। অনেকটা মূর্তির মতই মাথা নিচু করে দাঁড়িয়ে তার নি:সঙ্গ কষ্টের সময় অতিবাহিত করছে।

জানা গেছে, ১৯৯১ সালের শীতকালে নওগাঁর একটি বিল থেকে এটি উদ্ধার করা হয়। ওই দিন শিকারিরা দুটি পেলিকান পাখির খোঁজ পায়। তৎক্ষণাৎ পাখি দুটি লক্ষ করে গুলি ছোড়ে প্রকৃতি বিমুখ ওই শিকারির দল। এতে স্ত্রী পেলিকানের শরীরে গুলি লাগে এতে সে মারা যায়। আর আরেকটি শিকারিদের হাতে ধরা পড়ে। তবে ওই এলাকার পাখি প্রেমী কিছু মানুষ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় পুরুষ পেলিকানটিকে শিকারিদের কাছ থেকে উদ্ধার করে নিজেদেও হেফাজতে নেয়। পরে এটিবেক রাজশাহী চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়। এরপর থেকে রাজশাহী চিড়িয়াখানার খাঁচায় গত তিন দশক থেকে নি:সঙ্গ বন্দি জীবন অতিবাহিত করছে পাখিটি। তখন থেকেই নিয়মিত মুখ বিহঙ্গে ডানা মেলে উড্ডীয়ন বন্ধ হয়ে খাঁচায় বন্দি জীবন শুরু হয়।

পাখি বিশেষজ্ঞরা বলছেন, পেলিকান সাধারণত ৪০ বছর বয়স পযন্ত আয়ুষ্কাল থাকে। তবে রাজশাহী চিড়িয়াখানায় নি:সঙ্গ জীবন অতিবাহিত করা গ্রেট হোয়াইট জাতের এই পেলিকানটির আনুমানিক বয়স ৩৬ থেকে ৩৭ বছর। হয়তো এটির আয়ু আর খুব বেশি দিন নেই। যেকোনো সময় নি:সঙ্গ জীবন-যাপন করতে করতেই চিরবিদায় নিতে পারে।

তবে রাজশাহীর পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য হাসনাত রনী বলেন,  ‘মুক্ত বিহঙ্গে উড্ডীয়ন কোনো পাখিকে খাঁচায় বন্দি করে রাখার মত অমানবিক কাজ আর হতে পারে না। কেননা, ছোট বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য একটি মুক্ত পাখিকে খাঁচায় বন্দি করে রাখা কতটা যুক্তিযুক্ত তা আমার বোধগম্য নয়।’ তিনি বলেন, ‘এর আগে পাখিটি খাঁচায় বন্দি অবস্থায় হঠাৎ করে অবমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে এটি খাঁচায় বন্দি রেখে হঠাৎ করে ছেড়ে দেয়ার উদ্যোগ নিলে কীভাবে ওই পাখিটি উড়ে চলে পারে। যদি সত্যিকার অর্থেই এটিকে অবমুক্ত করার উদ্যোগ নেয়া হয় তাহলে গাজীপুুরের সাফারি পার্কের উন্মুক্ত স্থানে কিছুদিন রেখে চিকিৎসা করে সুস্থ করে তারপর অবমুক্ত করার উদ্যোগ নেয়া যেতে পারে।’

মতিহার বার্তা / এম টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply